রাজশাহী বিভাগীয় ব্যুরো প্রধানঃ
সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় ১৫ দিনব্যাপী ফ্রিল্যান্সিং (আউটসোর্সিং) প্রশিক্ষণের শুভ উদ্বোধন করা হয়েছে।
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর আয়োজনে ও কামারখন্দ উপজেলা প্রশাসনের সহযোগিতায় –
বৃহস্পতিবার (৩০ জুন) সকালে উপজেলার ডি.কে.এস.কে আদর্শ স্কুল ও কারিগরি কলেজে উক্ত প্রশিক্ষণ অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন এবং প্রধান অতিথি হিসেবে বক্তব্যে রাখেন, পানি সম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ও ইসাবেলা ফাউন্ডেশনের চেয়ারম্যান কবির বিন আনোয়ার। জেলা প্রশাসক ড. ফারুক আহাম্মদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে মুখ্য আলোচক হিসেবে বক্তব্যে রাখেন, আইসিটি অধিদপ্তরের যুগ্ন সচিব, মহাপরিচালক মোঃ রেজাউল মাকসুদ জাহেদী।
সম্মানিত অতিথি হিসেবে বক্তব্যে রাখেন, মুগবেলাই লুৎফিয় উচ্চ বিদ্যালয়ের সভাপতি তৌফিকা আহমেদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পানি সম্পদ মন্ত্রণালয়ের পিএএ যুগ্ন সচিব- মোহাম্মদ লুৎফর রহমান, কামারখন্দ উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ শহিদুল্লাহ সবুজ, কামারখন্দ উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ মেরিনা সুলতানা।
অনুষ্ঠানের প্রধান অতিথি পানি সম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব কবির বিন আনোয়ার (অপু) ও সন্মানিত অতিথি তৌফিকা আহমেদ এর ঐকান্তিক চেষ্টায় সিরাজগঞ্জ জেলায় বিভিন্ন উপজেলায় কারিগরি প্রশিক্ষণের মাধ্যমে প্রান্তিক জনগোষ্ঠীকে স্বাবলম্বী করার প্রত্যয় গুলির মধ্যে একটি আজ উদ্বোধন করা হলো।