জেলা ব্যুরো সিরাজগঞ্জঃ সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার মান্নান নগর এলাকায় র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র্যাব-১২ মাদক বিরোধী অভিযান চালিয়ে ১’শ ৩ গ্রাম হেরোইনসহ মুকুল আলী (২৬) কে গ্রেফতার করেছে।
বৃহস্পতিবার (২৪ মার্চ) সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১২ সদর কোম্পানীর একটি অভিযানিক দল মাদক বিরোধী অভিযান চালিয়ে তাড়াশ উপজেলার মান্নানগর বাজারে গোলাম মস্তোফার দোকান থেকে হেরোইনসহ মুকুল আলীকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত মাদক কারবারি, রাজশাহী জেলার গোদাগাড়ী থানার মাটিকাটা (দাওয়ান পাড়া) গ্রামের মোঃ শুকুর উদ্দিনের ছেলে মোঃ মুকুল আলী। তিনি দীর্ঘদিন ধরে আইন-শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে জেলার বিভিন্ন জায়গায় মাদক দ্রব্য বিক্রয় করে আসছিলেন বলে জানা গেছে।
র্যাব-১২ এর মিডিয়া অফিসার সহকারী পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান, শুক্রবার (২৫ মার্চ) এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, ১০৩ গ্রাম হেরোইন সহ মাদক ক্রয়-বিক্রয়ের কাজে ব্যবহৃত একটি মোবাইল ফোন জব্দ করা হয়। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।