মারুফ আহমেদ প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের তাড়াশে ৩২লাক্ষ টাকা মূল্যের হেরোইনসহ ২ শীর্ষ মাদক ব্যবসায়ী আটক করেছে র্যাব। র্যাব জানিয়েছে-গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ১৯ জুন বৃহঃপতিবার সন্ধ্যা ৬ টার সময় র্যাব১২’র স্পেশাল কোম্পানীর আভিযানিক দল,তাড়াশ থেকে বারুহাসগামী পাকা রাস্তার উপর অভিযান চালিয়ে ৩২ লাক্ষ টাকা মূল্যের,তিন শত পঁচিশ গ্রাম হেরোইনসহ তাদেরকে আটক করে। এ সময় তাহাদের সঙ্গে থাকা মাদক ক্রয়-বিক্রয় কাজে ব্যবহৃত ১ টি মোটরসাইকেল,৩টি মোবাইল এবং নগদ দুই হাজার পাঁচশত টাকা জব্দ করে র্যাব সদস্যরা।
আটককৃত মাদক ব্যবসায়ীরা সিরাজগঞ্জের উল্লাপাড়ার সিংহগাঁতী মধ্যপাড়া গ্রামের মৃত গোলবার এর ছেলে জমিন আলী(৩৬) ও বালসাবাড়ী গ্রামের বাবরের ছেলে আবু ওয়াজকুরুনী(৩৫)।
আটকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করে উদ্ধারকৃত আলামতসহ তাদেরকে তাড়াশ থানায় হস্তান্তর করা হয়েছে বলে গনমাদ্যমকে নিশ্চিত করেছেন,র্যাব ১২’র মিডিয়া অফিসার মেজর এম রিফাত বিন আসাদ।