মোঃ লুৎফর রহমান লিটন
সিরাজগঞ্জ বিশেষ প্রতিনিধিঃ-সিরাজগঞ্জের রায়গঞ্জ ও বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) অন্য জেলায় বদলি করা হয়েছে। মঙ্গলবার রাজশাহী রেঞ্জ ডিআইজি মো. আব্দুল বাতেন স্বাক্ষরিত এক অফিস আদেশে তাদের বদলি করা হয়।
রায়গঞ্জ থানার ওসি রফিকুল ইসলামকে পাবনা জেলায় ও বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ওসি মোসাদ্দেক হোসেনকে বগুড়া জেলায় পাঠানো হয়েছে।
আদেশটি অবিলম্বে কার্যকরের নির্দেশ দেওয়া হয়েছে।
বুধবার (২৬ অক্টোবর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন সিরাজগঞ্জ জেলার পুলিশ সুপার আরিফুর রহমান মন্ডল।
তিনি বলেন, রাজশাহী রেঞ্জ অফিস হতে জনস্বার্থে তাদের অন্যত্র বদলি করা হয়েছে। ওসি রফিকুল ইসলাম ২০২২ সালের এপ্রিল মাসে রায়গঞ্জ থানায় এবং মোসাদ্দেক হোসেন ২০২০ সালের জুনে বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানায় যোগদান করেন।
এর আগে তারা দুইজনেই দীর্ঘদিন সিরাজগঞ্জ জেলার কয়েকটি থানায় দায়িত্ব পালন করেছেন।
সম্প্রতি রায়গঞ্জের তাঁত শিল্প মেলায় অবৈধ র্যাফেল ড্র চলায় এবং মহাসড়কের কড্ডা এলাকায় পুলিশের মাইক্রোবাসে ছিনতাইয়ের ঘটনা নিয়ে অনেকটা বেকায়দায় পড়েছিলেন এই দুই ওসি।