মোঃ লুৎফর রহমান লিটন সিরাজগঞ্জ বিষেশ প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের বিপুল পরিমাণ ফেনসিডিল সহ ১ জনকে আটক করেছে পুলিশ ।
বৃহস্পতিবার বেলা ১২টার সময় বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানা গোলচত্তরের উত্তর পার্শ্বে উত্তরবঙ্গ টু ঢাকাগামী মহাসড়কের উপর অভিযান পরিচালনা করে১৯৭ বোতল ফেন্সিডিলসহ শ্রী শান্ত চন্দ্র রায় নামের ১মাদক কারবারীকে আটকে পুলিশ।
বৃহস্পতিবার দুপুরে গমাধ্যমে পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে”বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের জিলানী বলেন-সিরাজগঞ্জের পুলিশ সুপার, আরিফুর রহমান মন্ডল,এর নির্দেশনায় ওসি আব্দুল কাদের জিলানীর নেতৃত্বে বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার পুলিশের অভিযানিক দল নিয়মিত চেকপোস্ট বসিয়ে তল্লাশী অভিযান চালায়। এ সময় ঢাকাগামী-ঢাকা মেট্রো-গ-১৫-৬৮৬৪ প্রাইভেট কারে তল্লাশি চালিয়ে ১৯৭ বোতল ফেন্সিডিল সহ চালক শ্রী শান্ত চন্দ্র রায় (২১)কে আটক করা হয়।
আটক মাদক কারবারী শ্রী শান্ত চন্দ্র রায় নিলফামারী জেলার ডিমলা থানার বাইশপুকুর গ্রামের শ্রী অভয় চন্দ্র রায়ের ছেলে।
এব্যপারে বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছেন।