মোঃ রেজাউল করিম খান বিশেষ প্রতিনিধি: সিরাজগঞ্জের বেলকুচিতে মেয়াদ-উত্তীর্ণ টেস্টি স্যালাইন খেয়ে জিমহা (৩) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। এ স্যালাইন খেয়ে একই পরিবারের আরও চারজন হাসপাতালে ভর্তি রয়েছে বলে জানা গেছে।
মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) সকালে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক শামীমুল ইসলাম এ বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, সোমবার সন্ধ্যার পর জরুরি বিভাগে পাঁচজন রোগী আসে। রোগীর স্বজনদের কথা অনুযায়ী তারা ইফতারের পর খাবার স্যালাইন খেয়েই অসুস্থ হয়ে পড়েছে। এর মধ্যে জিমহা নামের এক শিশু হাসপাতালে পৌঁছানোর আগেই মারা যায়। বাকি চারজন হাসপাতালে ভর্তি রয়েছে। নিহত ওই শিশু বেলকুচি উপজেলার বৈলগাছী গ্রামের কাইয়ুম উদ্দিনের মেয়ে। এ ঘটনায় অসুস্থরা হলেন— নিহত শিশুর মা পারভীন খাতুন, মেয়ে রিয়া ও নূরী এবং ভাগিনি মিথিলা আকতার। তবে এদের মধ্যে পারভীন খাতুন ও রিয়ার অবস্থা একটু আশঙ্কাজনক বলে জানিয়েছে চিকিৎসক।
নিহতের স্বজনরা জানায়, সোমবার স্থানীয় একটি দোকান থেকে দুটি টেস্টি স্যালাইন নেয় নিহত শিশুর মা পারভীন। পরে স্যালাইন দুটি পানিতে মিশিয়ে ইফতার করে তারা। এ সময় মুড়ি ও খেজুর খাওয়ার পাশাপাশি শিশুরাও স্যালাইনের পানি খায়। স্যালাইনের পানি খাওয়ার পরই তারা অসুস্থ হয়ে যায়। পরে দ্রুত স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক তিন বছরের শিশু জিমহাকে মৃত ঘোষণা করেন। বেলকুচি থানার ওসি আনিছুর রহমান বলেন, বিষয়টি আমি অবগত হয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে দোকানদার আমিনুল ইসলাম, স্যালাইনের সেলসম্যান আনিছুর রহমান, হাফিজ শেখ ও সাগর হোসেনকে জিজ্ঞাসাবাদে জন্য থানায় আনা হয়েছে। এঘটনায় মামলার প্রস্তুতি চলছে।