রাজশাহী বিভাগীয় ব্যুরো প্রধানঃ
সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার ভদ্রঘাট ইউনিয়নের ভদ্রঘাট শামছুন মহসীন উচ্চ বিদ্যালয়ের ১২০ জন শিক্ষার্থী -২০২২ সালের এসএসসি পরীক্ষায় অংশ গ্রহণ করবে। এদের বিদায় অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে – ফুলেল শুভেচ্ছা প্রদান করা, আলোচনা ও দোয়া অনুষ্ঠান করা হয়েছে।
বুধবার (১৫ জুন) সকাল ১০ টায় অত্র বিদ্যালয় প্রাঙ্গণে -অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, বিদ্যালয়ের প্রদান শিক্ষক জীবন কুমার সাহা।
অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন, বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক মোছাঃ কাছিদা খাতুন। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অত্র বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি এমদাদুল হক খান দুলু, ভদ্রঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিজেন্দ্রলাল গোস্বামী, স্হানীয় ইউপি সদস্য মোঃ লিয়াকত আলী মোকাম, সমাজসেবক মোঃ মুকুল খান, শিক্ষানুরাগী আব্দুল আলীম খান প্রমুখ। অনুষ্ঠানের সার্বিক দায়িত্ব ছিলেন, বিদ্যালয়ের আইসিটি শিক্ষক মোঃ ইয়ামিন হোসেন। এসময় বিদ্যালয়ের সকল শিক্ষক, কর্মকর্তা কর্মচারী, অভিভাবকদের একাংশ ও বিদায়ী শিক্ষার্থীরা সহ অন্যান্য শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। জানা যায় যে, ২০২২ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষা আগামী ১৯ জুন -২০২২ শুরু হয়ে ৬ জুলাই-২০২২ বুধবারে সমাপনী হবে।