জেলা ব্যুরো সিরাজগঞ্জঃ টেকসই আগামীর জন্য জেন্ডার সমতাই আজ অগ্রগণ্য”প্রতিপাদ্যকে সামনে রেখে সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় আন্তজাতিক নারী দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৮মার্চ) সকালে উপজেলা পরিষদ চত্বরে রায়গঞ্জ উপজেলা প্রশাসন ও ব্র্যাক এনজিওর উদ্যোগে উপজেলা হল রুমে রায়গঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা তৃপ্তি কণা মন্ডলের ভাপতিত্বে পবিত্র ধর্ম গ্রন্থ থেকে পাঠের মাধ্যমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অন্যানদের মধ্যে বক্তব্য রাখেন রায়গঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রেজাউল করিম বাচ্চু, নারী ভাইস চেয়ারম্যান নিষ্কৃতি রানী, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রিতা রানী পাল, উপজেলা হিসাব রক্ষক আব্দুল আজিজ,ব্র্যাকের অফিসার সেল্ফ শোভন লাল মন্ডল, রায়গঞ্জ উপজেলা আওয়ামী মহিলা লীগের সভাপতি লিনা হক লুৎফা,যুগ্ন সাধারণ সম্পাদিকা ইয়াসমিন পারভিন,শিক্ষার্থী জান্নাতি খাতুন সহ অনেকে।এসময় উপজেলার সকল মহিলা আওয়ামী লীগ সহ সর্বস্থরের নারী ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য নারী দিবসটি রায়গঞ্জ উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তর ও ব্র্যাকের সহযোগিতায় পালিত হয়েছে।