সিরাজগঞ্জের রায়গঞ্জের চুরি হয়ে যাওয়া ৭টি গরু উদ্ধার করে গরু মালিক বেংনাই গ্রামের আলহাজ্ব আজগর আলীর নিকট হস্তাস্তর করেছে থানা পুলিশ।
থানা পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার(২৬ আগস্ট) দিবাগত রাত ২টার দিকে রায়গঞ্জ থানা পুলিশের এস আই আসিবুল গোপান সংবাদের ভিত্তিতে সিরাজগঞ্জ জেলার বহুলী ইউনিয়নের সরাইচন্ডী গ্রামের রাস্তার পার্শ্ব থেকে চোরাই ৭টি গরু উদ্ধার করে আনে। এরপর শুত্রবার বিকেল ৫ টায় থানা চত্বর থেকে গরু মালিক বেংনাই গ্রামের আলহাজ্ব আজগর আজগর আলীর নিকট হস্তাস্তর করা হয়। এ বিষয়ে থানার ওসি মো: রফিকুল ইসলাম জানান, চোরাই গরু উদ্ধার পৃর্বক গরুর মালিক আলহাজ্ব আজগর আলীর নিকট হস্তাস্তর করা হয়েছে।তবে চোর কে আটক করা যায়নি।