রাজশাহী বিভাগীয় ব্যুরো প্রধানঃ
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার সলঙ্গা থানার ভূঁইয়াগাঁতী গ্রামের যতিষ্টি তালুকদারের কলেজ পড়ুয়া মেয়ে প্রেমের সাগরে ডুবলো বন্যা তালুকদার।
কথায় বলে, প্রেম মানে না জাত-অজাত ও ঘাট-অঘাট আর ঘুম মানে শ্মশান ঘাট। সেই প্রবাদ বাক্যটি বাস্তবে রুপ দিল ভূঁইয়াগাঁতী গ্রামের যতিষ্টি তালুকদারের মেয়ে বন্যা তালুকদার।
একই থানার দেওভোগ গ্রামের আলাউদ্দিনের পুত্র কাওসার আহমেদ সুমনের সাথে দীর্ঘদিন ধরে তাঁর প্রেমের সম্পর্ক চলছিল।
দুইটি পৃথক ধর্মের প্রেমিক-প্রেমিকা প্রেমের মূল্য দিতে গিয়ে গত ১৮-১১-২০২১ইং তারিখে নোটারী পাবলিকের মাধ্যমে বন্যা সনাতন ধর্ম ত্যাগকরে পবিত্র ইসলাম ধর্ম গ্রহণ করে। এরপর গত ২১-১১-২০২১ইং তারিখে তারা এবিড-ডেবিট এর মাধ্যমে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়।
২০ জুন ২০২২ইং তারিখ রোজ সোমবার মধ্যরাতে পিতা যতিষ্টি তালুকদারের বাড়ী থেকে প্রেমিক কাওসারের হাত ধরে অজানার পথে পাড়ি জমায়।
এঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে বাংলা নাটক।