কে এম নাছির উদ্দীন সিনিয়র ক্রাইম রিপোর্টার: সিরাজগঞ্জের শাহজাদপুরে নদী ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শন করেছে স্থানীয় সংসদ সদস্য চয়ন ইসলাম।
দুপুরে সংসদ সদস্য চয়ন ইসলাম উপজেলার কৈজুরী ইউনিয়নের যমুনার ভাঙ্গনকৃত হাটপাচিল গ্রাম পরিদর্শন করেন। এসময় তিনি ভাঙ্গন কবলিত মানুষের সাথে কথা বলেন খোজ খবর নেন। এসময় এমপি চয়ন ইসলাম ভাঙ্গন কবলিত মানুষের মানুষের জন্য দুই লক্ষ টাকা আর্থিক অনুদান ঘোষণা করেন। এর আগে তিনি কায়েমপুর ইউনিয়নের চিথুলিয়া নদী ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শন করেন। এসময় উপজেলা আওয়ামী লীগ নেতা কে এম নাসির উদ্দীন,উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির টিপু, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মারুফ হাসান সুনাম সহ দলীয় ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।