মোঃ লুৎফর রহমান লিটন
সিরাজগঞ্জ প্রতিনিধি :
সিরাজগঞ্জের সলঙ্গায় শ্বশুর কর্তৃক পুত্রবধু কে ধর্ষনের অভিযোগ পাওয়া গেছে। ওই পুত্রবধূর বাবার বাড়ি ও স্বামীর বাড়ি একই গ্রামে। পরে ওই পুত্রবধূর মা বাদি হয়ে সলঙ্গা থানায় একটি ধর্ষন মামলা দায়ের করেন।
মামলার অভিযোগ সূত্রে জানা যায়, প্রায় ৩ বছর পূর্বে সিরাজগঞ্জের সলঙ্গা থানার ধুবিল ইউনিয়নের চুনিয়াখাড়া গ্রামের নুরুল ইসলামের ছেলে লুৎফর রহমান (২৩) এর সাথে একই গ্রামের বাসিন্দার মেয়ে (২২) এর সাথে পারিবারিকভাবে বিয়ে হয়।
বিয়ের কিছুদিন তাদের দাম্পত্য জীবন ভালো চললেও লম্পট শ্বশুরের কু-দৃষ্টি পড়ে পুত্রবধুর দিকে। ৩/৪মাস পুর্বে ঢাকায় গার্মেন্টেসে চাকরি করতে যান পুত্রবধুর স্বামী লুৎফর।
আর এ সুযোগে শ্বশুর নুরুল বাজে ইশারা-ইঙ্গিত করে শরীরের বিভিন্ন স্থানে হাত দিতেন। গত ২৬ সেপ্টেম্বর ২০২২ ইং তারিখ রাত ১০টার দিকে বাড়ির সকলে ঘুমিয়ে পড়লে কৌশলে পুত্রবধুর শয়ন ঘরে প্রবেশ করে ইচ্ছার বিরুদ্ধে জোরপুর্বক ধর্ষন করে।
উক্ত ধর্ষনের বিষয়টি গোপন রাখাসহ তাকে বিভিন্ন প্রকার ভয়ভীতি প্রদান করেন। ঘটনার কয়েকদিন পর পুত্রবধু পালিয়ে বাবার বাড়ি গিয়ে ঘটনার বিস্তারিত বলে। পরে ৯ অক্টোবর মেয়ের মা বাদী হয়ে সলঙ্গা থানায় একটি ধর্ষন মামলা করে।
সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,ধর্ষনকারী শ্বশুর নুরুলকে সোমবার আটক করা হয়েছে।