মোঃ লুৎফর রহমান লিটন,সিরাজগঞ্জ প্রতিনিধি:
উল্লাপাড়া উপজেলায় সলঙ্গা থানার সলঙ্গা ইউনিয়নের বড় চৌবিলা গ্রামের মোঃ নুরুল ইসলাম ( নুর ) ছেলে মোঃ বেলাল হোসেন ।
মোঃ বেলাল হোসেন সরকারী আকরব আলী কলেজের ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের ছাত্র।
মোঃ বেলাল হোসেনের দুইটা কিডনি নষ্ট। তার কিডনি ট্রান্সপ্লান্ট করতে হবে। তার মা একটা কিডনি দিতে চেয়েছেন ছেলেকে বাঁচাতে। কিন্তু টাকার অভাবে কিডনি ট্রান্সপ্লান্ট করতে পারছে না।
তার বাবা একজন দিনমুজুর। তার বাবার পক্ষে ছেলের জন্য এতো টাকা ব্যয় করা কোন ভাবেই সম্ভব না।
সপ্তাহে দুইবার ডায়ালাইসিস করতে হচ্ছে।তার চিকিৎসার জন্য অনেক টাকার প্রয়োজন, যা পরিবারের পক্ষে জোগাড় করা একেবারেই অসম্ভব।
এখন আমরা পারি আমাদের সাধ্যমত কিছু সাহায্য করে বেলাল কে বাঁচাতে
বেলালের নাম্বারঃ 01758708780
সাহায্য পাঠাতে পারেন নিচের নাম্বারেঃ
বিকাশ/নগদ/রকেট-01740297175