জেলা ব্যুরো সিরাজগঞ্জঃ সিরাজগঞ্জে বিপুল পরিমাণ অ্যালকোহলযুক্ত তরল পদার্থসহ ইয়াসিন আরাফাত নামের ১ ব্যাক্তিকে আটক করেছে র্যাবের সদস্যরা।
আজ সকালে সিরাজগঞ্জের র্যাব ১২ এর সদর দপ্তর থেকে পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে র্যাব জানায়-২০মার্চ রবিবার বেলা সারে ১১ টার সময় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব-১২’র স্পেশাল কোম্পানীর অভিযানিক দল-সিরাজগঞ্জের বেলকুচি থানা এলাকার মনির হোমিও ঔষধের দোকানে অভিযান চালিয়ে ৫৮৯ বোতল প্রায় ১৮ লিটার অ্যালকোহলযুক্ত তরল পদার্থসহ তাকে আটক করে। আটকের সময়-তাহার নিকট থেকে মোবাইল এবং নগদ ছয় হাজার পাঁচশত টাকা জব্দ করা হয়।
আটককৃত আসামীঃ ইয়াসিন আরাফাত(২০) সিরাজগঞ্জের বেলকুচি থানার বেড়া খারুয়া গ্রামের শাহ আলম এর ছেলে। আটক আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে উদ্ধারকৃত আলামতসহ তাকে বেলকুচি থানায় হস্তান্তর করা হয়েছে বলে তথ্য নিশ্চিত করেছেন,র্যাব ১২’র মিডিয়া অফিসার মেজর এম.রিফাত বিন আসাদ।