রাজশাহী বিভাগীয় ব্যুরো প্রধানঃ
সিরাজগঞ্জে আদি তমিজ উদ্দিন রেস্টুরেন্ট এন্ড সুইটস এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৩ জুন) বিকাল ৫ টার দিকে শহরের মুজিব সড়ক মুক্তা প্লাজার উত্তর পাশে রাজা প্লাজার ২য় তলায় এই রেস্টুরেন্ট এর শুভ উদ্বোধন করা হয়।
আদি তমিজ উদ্দিন রেস্টুরেন্ট এন্ড সুইটস এর কর্ণধর নিরুপমা ইয়াসমিনের আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ সদর-কামারখন্দ আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য অধ্যাপক ডাঃ মোঃ হাবিবে মিল্লাত মুন্না এমপি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ পৌর আওয়ামী লীগের সভাপতি হেলাল উদ্দিন, সিরাজগঞ্জ সদর উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ রিয়াজ উদ্দিন,জেলা আওয়ামী লীগের সাবেক তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মোঃ আনোয়ার হোসেন ফারুক প্রমুখ ।
এসময় আরো উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ পৌরসভার ১৩, ১৪, ১৫ নং ওয়ার্ড সংরক্ষিত নারী আসনের কাউন্সিলর রোমানা রেশমা সহ ।
অনুষ্ঠানে রেস্টুরেন্টের বাংলা চাইনিজ, ফাস্টফুড ও পুলি পিঠার সমাহার খাবারের ও ব্যাবসায়িক সফলতা কামনা করেন অতিথিরা।