বুধবার, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১:৪৪ পূর্বাহ্ন

সিরাজগঞ্জে খোকশাবাড়ী ইউনিয়ন বন্যাকবলিত এলাকায় বন্যা প্রস্তুতি ও আগাম সাড়াদান মহড়া অনুষ্ঠিত

মোঃ রেজাউল করিম খান
  • আপডেট টাইম : বুধবার, ৩ আগস্ট, ২০২২
  • ১৫৮ বার পঠিত

সিরাজগঞ্জ সদর উপজেলার যমুনা নদীর তীরবর্তী অঞ্চল খোকশাবাড়ী ইউনিয়ন বন্যা কবলিত এলাকায় বন্যা প্রস্তুতি ও আগাম সাড়াদান মহড়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সকাল ১০টায় খোকশাবাড়ী ইউনিয়ন পরিষদ সংলগ্ন বন্যার প্রস্তুতি মূলক মহড়া ও ইউনিয়ন পরিষদে এক আলোচনা সভা অনুষ্ঠানের সভাপতিত্ব করেন খোকশাবাড়ী ইউপি চেয়ারম্যান মোঃ রাশীদুল হাসান (রশিদ) মোল্লা এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সদর-কামারখন্দ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডাঃ মোঃ হাবিবে মিল্লাত মুন্না।

তিনি তার বক্তব্যে বলেন, জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার সারাদেশেই নদী শাসন করতে একের পর এক বিভিন্ন বাঁধ ও রাস্তা নির্মাণ করছেন, বন্যাকবলিত এলাকার জন্য সবসময় সুদৃষ্টি রেখেছেন। সিরাজগঞ্জের যমুনা নদী ভাঙ্গন হতে রক্ষা শহর রক্ষা বাঁধ, অন্যান্য বাধ নির্মাণ ও কয়েকটি ক্রসবার নির্মাণ করে দিয়ে ভয়াবহ বন্যা কবল হতে রক্ষা করেছেন।

বন্যাকবলিত এলাকায় বন্যার পূর্বাভাস জেনে সবাইকে প্রস্তুতি গ্রহন করতে হবে। বন্যার দুর্ভোগ থেকে স্থানীয় জনগোষ্ঠীকে কিভাবে নিরাপদ স্থানে সড়ে যেতে হবে তারই জন্য আজকের এ মহড়া দেখানো হলো, এর মাধ্যমে বন্যার আগাম প্রস্তুতি নিতে মানুষ আরো বেশী উদ্বুদ্ধ হবে আশা করছি।

তিনি আরো বলেন, বন্যা থেকে রক্ষা পেতে সামাজিক আন্দোলন গড়ে তুলে হবে। বেশি বেশি করে বৃক্ষ রোপন করা সহ পরিবেশ দূষণ মুক্ত করতে হবে।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশ্ব খাদ্য কর্মসূচির দূর্যোগ বিষয়ক বিশেষজ্ঞ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রভাষক মলয় চাকী, সদর উপজেলার পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ রিয়াজ উদ্দীন, পৌর আওয়ামী লীগের সভাপতি মোঃ হেলাল উদ্দিন, জেলা ত্রাণ ও পূর্ণবাসন কর্মকর্তা মোঃ আক্তারুজ্জামান, সিরাজগঞ্জ সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ জাহিদুল ইসলাম হীরা, সদর উপজেলা প্রকল্প কর্মকর্তা মোঃ সাইদুল হক, সদর উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ মোছাঃ মৌসুমি খাতুন প্রমুখ।

স্বাগত বক্তব্য রাখেন, এনডিপির উপপরিচালক কাজী মাসুদুজ্জামান ও অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন, এনডিপির সহকারী ব্যবস্থাপক (প্রতিবন্ধী ও শিক্ষা) কর্মসূচির শিপন চন্দ্র নাগ। এসময় আরো উপস্থিত ছিলেন, খোকশাবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ হেলাল উদ্দিন, সহ-সভাপতি আব্দুর রউফ মুকুল, যুগ্ম সম্পাদক মোঃ আব্দুল্লাহ লতিফ ভূঁইয়া, সদস্য গাজী আব্দুল খালেক, সদর উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোঃ আলামিন তালুকদার, প্রজন্ম লীগ জেলা শাখার সভাপতি প্রফেসর মোঃ ফিরোজ মাহমুদ প্রমুখ। খোকশাবাড়ী ইউনিয়নের বন্যাকবলিত মানুষেরা বন্যার আগাম সাড়াদান মহড়া হিসেবে বন্যার পূর্বেই সতর্কীকরণ বার্তা ও সংকেত শুনতে হবে, নৌকা, ভেলা তৈরি করে রাখতে হবে, মানুষ ও গবাদিপশুর নিরাপদ স্থানে আশ্রয় নেওয়া, শুকনা খাবার প্রস্তুত রাখা, প্রাথমিকভাবে চিকিৎসার প্রস্তুতি ও ঔষধ পত্র রাখা এবং বন্যার পানির বিপদ সীমার উপরে চিহ্ন লালদাগ, বিপদ সীমার কাছাকাছি হলুদ দাগ, সবুজ দাগ স্বাভাবিক পিলার দেখে সতর্কবার্তা জানার বিষয়ে সচেতনামূলক মহড়া করা হয়।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

এ জাতীয় আরো খবর..
এই পত্রিকার সকল সংবাদ, ছবি ও ভিডিও স্বত্ত্ব সংরক্ষিত © ২০২১ দৈনিক মাতৃজগত    
কারিগরি সহযোগিতায়ঃ Bangla Webs
banglawebs999991