শনিবার, ০৭ ডিসেম্বর ২০২৪, ০১:৪৫ পূর্বাহ্ন

সিরাজগঞ্জে গাজী-এ-বলকান কবি সৈয়দ ইসমাইল হোসেন শিরাজী ৯১’তম মৃত্যুবার্ষিকী অনুষ্ঠানে- এমপি হাবিবে মিল্লাত

মোঃ রেজাউল করিম খান
  • আপডেট টাইম : সোমবার, ১৮ জুলাই, ২০২২
  • ১৭৮ বার পঠিত

রাজশাহী বিভাগীয় ব্যুরো প্রধানঃ

উপমহাদেশের বৃটিশ বিরোধী স্বাধীনতা সংগ্রামের অগ্রদূত মুসলিম জাগরণের মহানায়ক মহাপুরুষ, বাঙালী নব জাগরণের পথ-প্রদর্শক , জাতির ইতিহাসের প্রগতির আলোক স্তম্ভ, মহাকবি, বাগ্মীশ্রেষ্ঠ, অনল প্রবাহের’ কারাদন্ডিত কবি গাজী-এ-বলকান মরহুম মওলানা আবু মোহাম্মদ সৈয়দ ইসমাইল হোসেন শিরাজী ৯১’ তম মৃত্যু বার্ষিকী পালিত হয়েছে। শিরাজী স্মৃতি সংসদ ‘বাণীকুঞ্জ’ (শিরাজীবাড়ী) সিরাজগঞ্জের আয়োজনে –

রোববার (১৭ জুলাই-২০২২) সিরাজগঞ্জ টাউনের দিয়ারধানগড়া গ্রামে কবি, গাজী -এ- বলকান সৈয়দ ইসমাইল হোসেন শিরাজীর জন্মকর্ম, ও সমাধিভূমি বাণীকুঞ্জে- ৯১’তম মৃত্যু বার্ষিকী পালন উপলক্ষে – কবি ইসমাইল হোসেন শিরাজী মাজার জিয়ারত, মিলাদ মাহফিল, জিকির, তবারক বিতরণ এবং রাত ৮ টায় আলোচনা সভা অনুষ্ঠানে-

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্যে রাখেন, সিরাজগঞ্জ সদর-কামারখন্দ আসনের এমপি অধ্যাপক ডাঃ মোঃ হাবিবে মিল্লাত মুন্না। তিনি তার বক্তব্যে বলেন, কবি, গাজী-এ বলকান সৈয়দ ইসমাইল হোসেন শিরাজী ছিলেন, উপমহাদেশের মুসলিম রেনেসাঁর অগ্রদূত,অনল প্রবাহের কবি। তিনি বহুমূল্যবান গ্রন্থ রচনা করেছেন। তৎকালীন পশ্চাৎপদ মুসলিম সমাজের ভাবমূর্তি উজ্জ্বল করে তুলেছেন। সিরাজগঞ্জের গৌরব গর্ব।

প্রধান বক্তা ছিলেন, ভাসানী প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সৈয়দ ইরফানুল বারী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি সিরাজগঞ্জ ইউনিটের সহ-সভাপতি ও জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি আলহাজ্ব মোঃ মোস্তফা কামাল, জেলা আওয়ামী লীগের সাবেক তথ্য গবেষণা বিষয়ক সম্পাদক মোঃ আনোয়ার হোসেন ফারুক, পৌর আওয়ামী লীগের সভাপতি মোঃ হেলাল উদ্দিন প্রমুখ।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, বিশিষ্ট সাংবাদিক, কবি, লেখক, কণ্ঠশিল্পী, সাবেক ক্রীড়াবিদ, অধ্যাত্বিক সাধক ও সুবক্তা পীরজাদা সৈয়দ মুনীর উদ্দৌলা শামীম শিরাজী। অনুষ্ঠানের সঞ্চালনা করেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পি এইচ-ডি গবেষক মীম মিজান।

মরহুম কবি সৈয়দ ইসমাইল হোসেন শিরাজী’র ৯১ তম মৃত্যু বার্ষিকী এ অনুষ্ঠানে প্রায় হাজারো ভক্তবৃন্দরা শরীক হন।

উল্লেখ্য, কবি সৈয়দ ইসমাইল হোসেন শিরাজী ১৮৮০ খ্রীস্টাব্দে ১৩ জুলাই বাণী কুঞ্জে জন্মগ্রহণ করেন এবং ১৯৩১ খ্রীস্টাব্দে ১৭ জুলাই মৃত্যু বরণ করেন। সৈয়দ ইসমাইল হোসেন শিরাজী তার কাব্যগ্রন্থ অনল প্রবাহে অন্যায়, অবিচার, শোষণ, নির্যাতন ও দূরশাসনের বিরুদ্ধে বিদ্রোহের উচ্চারণ করে বৃটিশ শাসকদের কোপানলে পড়েন এবং দু’বছর সশ্রম কারাদণ্ড ভোগকরেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

এ জাতীয় আরো খবর..
এই পত্রিকার সকল সংবাদ, ছবি ও ভিডিও স্বত্ত্ব সংরক্ষিত © ২০২১ দৈনিক মাতৃজগত    
কারিগরি সহযোগিতায়ঃ Bangla Webs
banglawebs999991