রাজশাহী বিভাগীয় ব্যুরো প্রধানঃ
সিরাজগঞ্জের রায়গঞ্জে ধান মাড়াই করতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে রশিদুল (৫৬) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।
বুধবার (০৪ মে) দুপুরে উপজেলার লাহোর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত রশিদুল ওই গ্রামের বাসিন্দা।
রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জাগোনিউজকে জানান,ধান মাড়াই করার আগে বৈদ্যুতিক ধান মাড়াই মেশিনের মটরের তার ঠিক করতে গিয়ে বিদ্যুতায়িত হন কৃষক রশিদুল। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।