সিরাজগঞ্জের সদর উপজেলার বহুলী ইউনিয়নের কালীদাশ গাঁতী পোস্ট মাষ্টার রিনা খাতুনের বিরুদ্ধে তালাকের চিঠি গোপন করার অভিযোগ উঠেছে। জানা যায়, নাটোর গুরদাস পুর উপজেলার আনন্দ নগর গ্রামের মৃত আমির সর্দারের ছেলে মোঃ অনিক সর্দারের সাথে সিরাজগঞ্জ সদর উপজেলার বহুলী ইউনিয়নের ডুমুর কবির গ্রামের আঃ আজিজের মেয়ে আইরিন ২০১৮ সালে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়।
বিবাহের বেশ কিছু দিন অতিবাহিত হওয়ার পর থেকেই তাদের সংসারে অশান্তি সৃষ্টি হয়। এমতাবস্থায় অনিকের স্ত্রী আইরিন তার গ্রামের বাড়ি ডুমুর কবির এ চলে আসে। পরে আইরিন বাদী হয়ে ৩ তিন জন কে আসামি করে সিরাজগঞ্জ কোর্টে একটি মামলা দায়ের করে। আর এরই এক পর্যায় অনিক নাটোর কোর্টের মাধ্যমে তার স্ত্রী আইরিন কে তালাক করে দেয়। সেই তালাকের চিঠি গত ২৪/০৬/২০২২ তারিখে নাটোর এন ডিটি আই এসও ডাকঘর হতে ঈশ্বরদী এম. এন্ড এস. ও নামিও তালিকায় ৩৩/৩৭ ক্রমিকে প্রেরিত হয়। যাহার রেজিঃ ৩৫৮ নথি নং ১৪.৩১.৮১০০.৩৪০.২৭.০১৫.২২/।
উক্ত চিঠি কালীদাশ গাঁতী পোস্ট মাষ্টার রিনা খাতুন মোটা অংকের টাকা নিয়ে গোপন করে বলে অভিযোগ করে ভোক্তভুগি অনিক সর্দার। এদিকে ভোক্তভূগী অনিক সর্দার সেই চিঠি বিভিন্ন অফিসে হর্ন্য হয়ে খুঁজে না পেয়ে অনিক এখন দিশেহারা হয়ে পড়েছে। চিঠি গোপন বিষয়ে কালীদাশ গাঁতী পোস্ট মাষ্টার রিনা খাতুনের কাছে জানতে চাইলে তিনি কোন স্বদউত্তর দিতে পারেনি।