মোঃ লুৎফর রহমান লিটন সিরাজগঞ্জ বিশেষ প্রতিনিধিঃ-সিরাজগঞ্জ: হঠাৎ করে যমুনা নদীর প্রবল স্রোতে দেখা দিয়েছে ভাঙন।
গত রোববার (৩০ অক্টোবর) সকাল থেকে উপজেলার ছোনগাছা ইউনিয়নের পাঁচঠাকুরী এলাকার শাহজাহান মোড়ে এ ভাঙন দেখা দেয়। ইতোমধ্যে ১০০-১৫০ মিটার এলাকা নদীগর্ভে বিলীন হয়ে গেছে। এদিকে, ভাঙন আতঙ্কে আশপাশের লোকজন তাদের বাড়িঘর অন্যত্র সরিয়ে নিচ্ছে।
ঘটনাস্থলে থাকা পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী রনজিত কর্মকার জানান, সিমলা স্পারের পাশে ওই স্থানটি গত বছর ভেঙে গিয়েছিল। সেখানে অস্থায়ীভাবে মেরামত করা হয়েছিল। স্থায়ী মেরামতের জন্য ইতোমধ্যে টেন্ডার আহ্বান করা হলেও কাজ শুরু হয়নি। এ অবস্থায় রোববার (৩০ অক্টোবর) ভোর থেকে নদীর উল্টা স্রোত পূর্বের ভাঙনের স্থানে আঘাত হানায় সেখানে আবারও ভাঙন দেখা দিয়েছে। এ অবস্থায় ভাঙন স্থানের আশপাশের ২০/২৫টি বাড়িঘর অন্যত্র সরিয়ে নেয়া হয়েছে। ভাঙনের ঝুঁকিতে রয়েছে পাশের নদী তীর রক্ষা বাধের ওপরে নির্মিত রানীগ্রাম-রতনকান্দি আঞ্চলিক সড়ক।
এ বিষয়ে সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী শফিকুল ইসলাম জানান, ইতোমধ্যে পূর্বের ভাঙনের স্থানের অন্তত ১০০ থেকে ১৫০ মিটার এলাকা নদীগর্ভে বিলীন হয়েছে। ভাঙন রোধে জিওব্যাগ ফেলার প্রস্তুতি নেয়া হচ্ছে। আশা করছি দুই/একদিনের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে।