রাজশাহী বিভাগীয় ব্যুরো প্রধানঃ
সিরাজগঞ্জে প্রসূন থিয়েটারের তিনদিনব্যাপী হিমেল নাট্য উৎসবের উদ্বোধন করা হয়েছে।
শনিবার, (১৬ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭ টায় সিরাজগঞ্জ শহরের শহীদ এম, মনসুর আলী অডিটোরিয়ামে জেলা প্রশাসক ড. ফারুক আহাম্মদ এর সভাপতিত্বে এবং প্রসূন থিয়েটারের সভাপতি মাহবুবে খোদা টুটুলের সার্বিক তত্বাবধানে উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চ্যুয়ালি বক্তব্য প্রদান করে সমগ্র আয়োজনের উদ্বোধন করেন, বাংলাদেশ গ্রাম থিয়েটারের সভাপতি, বীরমুক্তিযোদ্ধা নাসির উদ্দিন ইউসুফ বাচ্চু।
সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ গ্রাম থিয়েটারের সাধারণ সম্পাদক নাট্যজন তৌফিক হাসান ময়না,
সিরাজগঞ্জ জেলা শিল্পকলা একাডেমির সদস্য নাট্যজন আসাদ উদ্দিন পবলু, বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন, প্রেসিডিয়াম সদস্য মমিন বাবু, সিরাজগঞ্জ সম্মিলিত সাংস্কৃতিক জোটের ও সিরাজগঞ্জ প্রেসক্লাবে’র সভাপতি হেলাল আহমেদ প্রমুখ।
এ সময় নাট্য নির্দেশক, অভিনেতা, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ এর বাংলা বিভাগের চেয়ারম্যান লায়লা ফেরদৌস হিমেল কে প্রসূন থিয়েটার নির্দেশনা স্মারক প্রদান করা হয়। শেষে মাহবুবে খোদা টুটুলের রচনা ও লায়লা ফেরদৌস হিমেল এর নির্দেশনায় নাটক ‘লালন’ মঞ্চস্থ হয়।
অনুষ্ঠানটি পরিচালনা করেন, প্রসূন সাহিত্য সংসদের সভাপতি, কবি-সম্পাদক শফিক সেলিম।