সিরাজগঞ্জে ২ কেজি ৮শত গ্রাম গাজাঁসহ ১ মাদক ব্যবসায়ী কে আটক করেছে হাটিকুমরুল হাইওয়ে থানা পুলিশ। ২৫ জানুয়ারী ভোর রাতের ৪ ঘটিকার সময় উত্তরবঙ্গের প্রবেশদ্বার হাটিকুমরুল গোল চত্তরে এলাকায় গোপন তথ্যের ভিত্তিতে মাদক বিরোধি অভিযান চালিয়ে আব্দুল আলীম নামের ১ মাদক ব্যবসায়ী কে আটক করে।
আটককৃত মাদক ব্যবসায়ী আব্দুল আলীম পাবনা জেলার আমিনপুর থানার বসন্তপুর গ্রামের সাজন আলীর ছেলে। পরে আটক মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করে উদ্ধারকৃত গাজাঁসহ সলঙ্গা থানায় হস্থান্তর করা হয়েছে বলে এ তথ্য নিশ্চিত করেছেন-হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ লুৎফর রহমান।
হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ লুৎফর রহমান।