রাজশাহী বিভাগীয় ব্যুরো প্রধানঃ
সিরাজগঞ্জে বিশ্ব দুগ্ধ দিবস উপলক্ষে র্যালি প্রদর্শন ও আলোচনাসভা করা হয়েছে।
“দুগ্ধ খাতে স্থায়িত্ব, সেই সাথে পরিবেশগত, পুষ্টি এবং অর্থ আর্থ-সামাজিক ক্ষমতায়ন- এ প্রতিপাদ্য সামনে রেখে- সিরাজগঞ্জ জেলা প্রশাসন ও প্রাণি সম্পদ বিভাগের বাস্তবায়নে – প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প উন্নয়ন প্রকল্প (এলডিডিপি) প্রাণিসম্পদ অধিদপ্তর, বাংলাদেশ মৎস্য প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সহযোগিতায় –
বুধবার (১ জুন) সকাল ১০টায় জেলা প্রশাসক কার্যালয়ের শহিদ এ, কে শামসুদ্দিন সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এর পূর্বে বেলুনফেস্টুন উড়িয়ে ও র্যালি প্রদর্শন মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধন করা হয়েছে। অনুষ্ঠানের উদ্বোধক ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্যে রাখেন, জেলা প্রশাসক ড. ফারুক আহাম্মদ। তিনি তার বক্তব্যে বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশে সকলের জন্য নিরাপদ, পর্যাপ্ত ও মানসম্মত প্রাণিজ আমিষের সরবরাহ নিশ্চিত করণ নিয়ে প্রাণি সম্পদ অধিদপ্তর নিরলসভাবে কাজ করে যাচ্ছে। মাংস ও ডিমের স্বয়ং সম্পূর্ণতা অর্জনে কাজ করছে।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ মনির হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার ফারহানা ইয়াসমিন, জেলা আওয়ামী লীগের সাবেক তথ্য গবেষণা বিষয়ক সম্পাদক মোঃ আনোয়ার হোসেন ফারুক, পৌর আওয়ামী লীগের সভাপতি হেলাল উদ্দিন প্রমুখ।
স্বাগত বক্তব্য রাখেন, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ গৌরাংগ কুমার।
এসময় সহকারি কমিশার ও এক্সিকিউটিভম্যাজিষ্ট্রেট রিদওয়ান আহমেদ রাফি, ফারজানা লাবণী সহ জেলা কৃত্রিম প্রজনন কেন্দ্রের উপ-পরিচালক ডাঃ মোঃ তোফাজ্জল হোসেনে, এফডি আইএল এর প্রিন্সিপাল সাইন্টিফিক অফিসার ডাঃ রশনী আক্তার, জেলা প্রাণিসম্পদ অফিসের ট্রেনিং অফিসার ডাঃ হাবিবুর রহমান সহ বিভিন্ন অধিদপ্তর ও খামারি আফরোজা পারভীন রিনা, লিটন সহ অন্যান্য খামারিরা উপস্থিত ছিলেন।