রাজশাহী বিভাগীয় ব্যুরো প্রধানঃ
একটাই পৃথিবী প্রকৃতির ঐকতানে টেকসই জীবন ” এই প্রতিপাদ্য কে সামনে রেখে – সিরাজগঞ্জে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বেলুন ফেস্টুন উড়িয়ে, বনার্ঢ্য র্যালী প্রদর্শন করার পর আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের আয়োজনে –
রবিবার (৫ জুন) সকাল ৯ টায় জেলা প্রশাসক কার্যালয়ের কালেক্টরেট চত্বরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বেলুন ফেস্টুন উড়িয়ে অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষণা করেন, জেলা প্রশাসক ড. ফারুক আহাম্মদ।
পরে শহরে র্যালী প্রদর্শন শেষে শহীদ এম মনসুর আলী অডিটোরিয়াম আলোচনা সভা ও শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে বক্তব্যে রাখেন, সদর-কামারখন্দ আসনের এমপি অধ্যাপক ডাঃ মোঃ হাবিবে মিল্লাত মুন্না। তিনি তার বক্তব্যে বলেন, সারা বিশ্বের ন্যায় বাংলাদেশে ও জাতীয় কর্মসূচির অংশ হিসেবে একযোগে বিশ্ব পরিবেশ দিবস পালিত হচ্ছে। জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার সুন্দর পরিবেশ পেতে ও এর
সফলতা পেতে পরিবেশের উপর খুব গুরুত্ব আরোপ করছেন। এগিয়ে যাবে চিরজীবী বাংলাদেশ।
তাই সময় মত প্রত্যেকে তিনটি করে গাছ লাগাতে হবে। বাড়ীর কোনে, পতিত জমিতে, রাস্তার ধারে, নদী, খাল, বিল পাড়ে ফাঁকাস্থানে আরো গাছ লাগাতে হবে। ছাদ কৃষিতে আরো সবাইকে উৎসাহিত হতে হবে। বৈজ্ঞানিক পদ্ধতিতে এখন ধানের চারা তৈরি করা হচ্ছে।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, সিরাজগঞ্জ পরিবেশ অধিদপ্তরের সহকারি পরিচালক মোঃ আব্দুল গফুর।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, সিরাজগঞ্জ জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব আব্দুস সামাদ তালুকদার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সিরাজগঞ্জ মোহাম্মদ মনির হোসেন, সিরাজগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাশুকাতে রাব্বি, সিরাজগঞ্জ প্রেসক্লাবে সভাপতি হেলাল আহমেদ, জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি আলহাজ্ব বীরমুক্তিযোদ্ধা ইসহাক আলী,সাবেক তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মোঃ আনোয়ার হোসেন ফারুক প্রমুখ।
এছাড়াও শুভেচ্ছা বক্তব্য রাখেন, ক্লিন সিরাজগঞ্জ গ্রীন সিরাজগঞ্জ প্রতিষ্ঠাতা আশিক আহমেদ ও আমাদের সিরাজগঞ্জের সন্তান হিমালয় চুড়া স্পর্শী আরোহী বিরল প্রজাতির বৃক্ষের জনক বৃক্ষ প্রেমিক মাহবুব পলাশ। অনুষ্ঠানের সঞ্চালনা করেন, নূর নবী খান জুয়েল।
অনুষ্ঠান শেষে শহীদ এম মনসুর আলী অডিটোরিয়াম প্রাঙ্গণে বেশ কয়েকটি গাছের চারা রোপন করা হয় ।