শুক্রবার, ০৮ নভেম্বর ২০২৪, ০৪:২২ অপরাহ্ন

সিরাজগঞ্জে বেলকুচিতে ছুরির আঘাতে মোন্নাফ শেখ নামের একজন নিহত

মোঃ রেজাউল করিম খান
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২২ মার্চ, ২০২২
  • ২৩০ বার পঠিত

জেলা ব্যুরো সিরাজগঞ্জঃ সিরাজগঞ্জের বেলকুচিতে ছুরির আঘাতে মোন্নাফ শেখ (৪৫) নামের একজন নিহত হয়েছেন। সোমবার রাতে উপজেলার রাজাপুর ইউনিয়নের রাজাপুর দক্ষিণ পাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মোন্নাফ শেখ মৃত কাদু শেখের ছেলে। হত্যার বিষয়টি উদঘাটন করতে আলামত সংগ্রহ করে পিবিআই ও সিআইডি। নিহতের ছেলে বাবু শেখ জানান, প্রতিবেশী মৃত মুজা শেখের ছেলে সাইতুল্লা শেখের সাথে দীর্ঘ দিন ধরে জমি নিয়ে বিরোধ চলতে আসছিলো। যে জমি নিয়ে বিরোধ ওই জমির মামলায় আমরা কোর্ট থেকে ডিগ্রী পেয়েছি। আগামী শুক্রবার শালিশী বসে আমাদের জায়গা বুঝিয়ে দেয়ার কথা ছিলো। কিন্তু কাল রাতে আমার বাবাকে ঘরে তারা একা পেয়ে ছুরি দিয়ে আঘাত করে হত্যা করে। এ বিষয়ে বেলকুচি থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম মোস্তফা জানান, ঘটনা শোনার পরে আমরা তাৎক্ষণিক ঘটনাস্থলে যায়। নিহতের ঘর থেকে লাশ উদ্ধার করি। নিহতের মাথায় আঘাতে চিহ্ন ও পেটে ভুড়ি বের হয়ে আছে। তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে জমিসংক্রান্ত বিষয় নিয়েই মোন্নাফ শেখকে হত্যা করা হয়েছে। হত্যাকারীদের দ্রুত আইনের আওতায় আনা হবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

এ জাতীয় আরো খবর..
এই পত্রিকার সকল সংবাদ, ছবি ও ভিডিও স্বত্ত্ব সংরক্ষিত © ২০২১ দৈনিক মাতৃজগত    
কারিগরি সহযোগিতায়ঃ Bangla Webs
banglawebs999991