মোঃ রেজাউল করিম খান বিশেষ প্রতিনিধি: তীব্র গরমে জনসাধারণকে স্বস্তি দিতে সিরাজগঞ্জ ২ (সদর-কামারখন্দ) আসনের জাতীয় সংসদ সদস্য ড.জান্নাত আরা হেনরী এর ব্যক্তিগত উদ্যোগে সাধারণ মানুষের মাঝে বোতলজাত পানি ও খাবার স্যালাইন বিতরণ করা হয়।
শনিবার (২৭ এপ্রিল) সকাল হতে দুপুর পর্যন্ত সিরাজগঞ্জ শহরের বাজার স্টেশন এলাকায় পথচারী, দিনমজুর, রিক্সা ও ভ্যানগাড়ীচালক, অটোচালক, পথচারী নারী সহ খেটে খাওয়া হাজার ও মানুষদের মাঝে বোতলজাত পানি ও খাবার স্যালাইন বিতরণ করা হয়।
তীব্র গরমে ক্লান্ত খেটে খাওয়া, দিনমজুর, রিকশা ও অটোরিকশা, ভ্যানগাড়ী চালক ও পথচারী মানুষেরা পানি ও খাবার স্যালাইন পেয়ে প্রসংশা করেছেন এ উদ্যোগের ।
ড. জান্নাত আরা হেনরী এমপি তিনি বলেন,
তীব্র গরমে মানুষকে কিছুটা স্বস্তি দিতে আমার এই উদ্যোগ।
এসময়ে আওয়ামীলীগ ও তার বিভিন্ন অঙ্গ সংগঠন নেতাকর্মীদের অনেকে উপস্থিত ছিলেন।