রাজশাহী বিভাগীয় ব্যুরো প্রধানঃ
সিরাজগঞ্জ শহরের প্রাচীনতম বিদ্যাপীঠ ভিক্টোরিয়া হাই স্কুলের ২০২২ সালে এস,এস সি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান উপলক্ষে – ফুলেল শুভেচ্ছা প্রদান, আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে ।
মঙ্গলবার (১৫ জুন) সকাল ১০টায় অত্র বিদ্যালয়ের হলরুমে – এ বছরের স্কুলের বিদায়ী ১০৯ জন এস,এসসি পরীক্ষার্থীকে ফুলেল শুভেচ্ছা প্রদান করা সহ পরীক্ষার জন্য জ্ঞানগর্ভ দিকনির্দেশনামূলক আলোচনা করা হয়। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, ভিক্টোরিয়া হাই স্কুলের প্রধান শিক্ষক ও সদস্য সচিব মোঃ সাজেদুল ইসলাম।
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সবুজ কানন স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ আব্দুল হালিম।
এ সময়ে অত্র বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক মোঃ শফিউল আলম, মির্জা গোলাম মোস্তফা, অচিন্তিত কুমার মন্ডল, সাইফুল ইসলাম, রকিবুল ইসলাম, পারভীন খাতুন, নাজমা খাতুন, মাহিদ লায়লা অন্যান্য শিক্ষক কর্মকর্তা, ম্যানেজিং কমিটির সদস্য ও শিক্ষার্থীগণ উপস্থিত ছিলেন।
জানা যায়, ২০২২ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষা আগামী ১৯ জুন-২০২২ হতে শুরু হয়ে ৬ জুলাই-২০২২ বুধবারে এবছরের পরীক্ষার সমাপনী হবে।