রাজশাহী বিভাগীয় ব্যুরো প্রধানঃ
ভূমি ব্যবস্থাপনায় আধুনিক ও টেকসই প্রযুক্তির সর্বোওম ব্যবহারের মাধ্যমে জনবান্ধন ভূমিসেবা নিশ্চিতকরণ ” লক্ষ্যে ভূমি সপ্তাহ ২০২২ এর শুভ উদ্বোধন আলোচনা সভা ও বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২২ মে) সকাল১০ টায় সিরাজগঞ্জ সদর ভূমি অফিস চত্বরে তথ্যকেন্দ্র কাম – সেবা বুথ ভূমি সপ্তাহ শুভ উদ্ভোধন করেন, সিরাজগঞ্জ জেলা প্রশাসক ড. ফারুক আহাম্মদ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক) সিরাজগঞ্জ মোহাম্মদ মনির হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক ( রাজস্ব) সিরাজগঞ্জ মোঃ মোবারক হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক ( শিক্ষা ও আইসিটি) শারমীন সুলতানা, সিরাজগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার মাশুকাতে রাব্বি, বাংলাদেশ ভূমি অফিসার্স কল্যাণ সমিতি সিরাজগঞ্জ জেলা শাখা সভাপতিও প্রচার ও প্রকাশনা সম্পাদক রাজশাহী বিভাগ মোঃ হাছান আলী, বীর মুক্তিযোদ্ধা গাজী শফিকুল ইসলাম সফি প্রমূখ।
এছাড়াও আরো উপস্থিত ছিলেন সিরাজগঞ্জের সদর সহকারি ভূৃমি কর্মকর্তা মোঃ নজরুল ইসলাম, শিয়ালকোল ভুমি অফিসের সহকারি ভূমি কর্মকর্তা মঈন উদ্দিন সহ জেলার ও উপজেলার বিভিন্ন ভূমি অফিসের সহকারী ভূমি কর্মকর্তা ও কর্মচারীবৃন্দরা উপস্থিত ছিলেন।