রাজশাহী বিভাগীয় ব্যুরো প্রধানঃ
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী মুজিববর্ষ উপলক্ষে- তৃতীয় পর্যায় দ্বিতীয় ধাপে সিরাজগঞ্জের ৯ টি উপজেলায় ৪২৯ টি ভুমিহীন ও গৃহহীন পরিবারে ঘরসহ জমি হস্তান্তর করা হয়েছে।
বৃহস্পতিবার (২১ জুলাই) তৃতীয় পর্যায়ের দ্বিতীয় ধাপে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সারাদেশে গৃহহীনদের মাঝে ২৬ হাজার ২২৯টি জমিসহ গৃহ হস্তান্তর কার্যক্রম উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ।
বৃহস্পতিবার (২১ জুলাই) সকালে সিরাজগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের শহিদ এ কে এম শামসুদ্দিন সম্মেলন কক্ষে জেলা প্রশাসক ড. ফারুক আহাম্মদ এর সভাপতিত্বে প্রধানমন্ত্রীর ঘর হস্তান্তর কার্যক্রম অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ-২ সদর- কামারখন্দ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডাঃ হাবিবে মিল্লাত মুন্না।
এসময় অনুষ্ঠানে – সিরাজগঞ্জ জেলা আওয়ামীলীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আলহাজ্ব কে এম হোসেন আলী হাসান ও সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ আব্দুস সামাদ তালুকদার, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ মোবারক হোসেন, সদর উপজেলা নির্বাহী অফিসার মাশুকাতে রাব্বি, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জসীম উদ্দীন, জেলা ত্রাণ ও পুর্নবাসন কর্মকর্তা আতিকুল ইসলাম , সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি আলহাজ্ব মোঃ ইসহাক আলী তালুকদার, সাবেক তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মোঃ আনোয়ার হোসেন ফারুক, সিরাজগঞ্জ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ রিয়াজ উদ্দীন, মহিলা ভাইস চেয়ারম্যান অধ্যাপিকা হাসনাহেনা,
সিরাজগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি ও সিরাজগঞ্জ সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি হেলাল আহমেদ, পৌর আওয়ামী লীগের সভাপতি মোঃ হেলাল উদ্দিন সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়ার সাংবাদিক জনপ্রতিনিধি ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, এর আগে সিরাজগঞ্জে প্রথম ও দ্বিতীয় পর্যায়ে ১ হাজার ২৭৭টি ঘর হস্তান্তর করা হয়েছে। তৃতীয় ধাপে ৪০৯টি ঘর হস্তান্তর করা হয়, সিরাজগঞ্জে এ পর্যন্ত মোট ঘর হস্তান্তর করা হয়েছে ২ হাজার ১১৫ টি ঘর।
প্রতিটি ঘর বাবদ খরচ হয়েছে ২ লাখ ৬০ হাজার টাকা। বিদুৎ, স্যানেটারি, রাস্তা,খেলার মাঠ, পানিসহ সকল সুবিধার ব্যবস্থা করা হয়েছে ঘরগুলোতে। দুই শতাংশ জমিসহ একটি করে পাকা ঘর দেয়া হয়েছে গৃহহীনদের।