সিরাজগঞ্জে যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে ১৮ কেজ গাঁজাসহ রাজীব চন্দ্র ঘোষ ওরফে ইব্রাহিম খলিল (৩০) নামে এক যুবককে আটক করেছে র্যাব-১২ সদস্যরা।
বুধবার (২১ সেপ্টেম্বর) সকালে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান র্যাব-১২ এর মিডিয়া অফিসার মোস্তাফিজুর রহমান।এর আগে মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) রাতে বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ সড়কে অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়।
আটক রাজীব ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা থানার কসবা কৃষ্ণপুর গ্রামের মৃত বিজয় চন্দ্র ঘোষের ছেলে। তিনি ইসলাম ধর্ম গ্রহণের পর তিনি কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া থানার আনন্দপুর উত্তর তেতাবুনি এলাকায় বসবাস করতেন।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন তথ্যের ভিত্তিতে র্যাব-১২ এর সদর কোম্পানির একটি চৌকষ আভিযানিক দল বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার সামনে ঢাকা থেকে দিনাজপুরগামী যাত্রিবাহী বাসে তল্লাশি চালায়। এ সময় ১৮ কেজি গাঁজাসহ রাজীব চন্দ্র ঘোষ ওরফে ইব্রাহিম খলিলকে আটক করা হয়।