বুধবার, ১৯ মার্চ ২০২৫, ০২:৩৫ অপরাহ্ন

সিরাজগঞ্জে র‌্যাবের অভিযানে হেরোইনসহ ১ মাদক ব্যবসায়ী আটক ; ১টি প্রাইভেটকার জব্দ।

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : সোমবার, ২১ নভেম্বর, ২০২২
  • ১৯০ বার পঠিত

নিজস্ব প্রতিবেদকঃ-র‌্যাব-১২’র অভিযানে সিরাজগঞ্জের সলঙ্গায় ২৭৮ গ্রাম হেরোইনসহ ১ জন শীর্ষ মাদক ব্যবসায়ী আটক ; প্রাইভেটকার জব্দ করেছে।

গত (২০ নভেম্বর) রবিবার বিকেল ০৪:৫৫ ঘটিকায় গোপন সাংবাদের ভিত্তিতে র‌্যাব-১২’র সদর ও স্পেশাল কোম্পানীর একটি চৌকষ আভিযানিক দল সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানাধীন রামারচর বাজারস্থ নিউ রুপালী হোটেলের সামনে পাকা রাস্তার উপর একটি প্রাইভেটকারে তল্লাশী চালিয়ে ২৭৮(দুইশত আঠাত্তর) গ্রাম হেরোইনসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। এছাড়াও মাদক বহনের কাজে ব্যবহৃত ০১ টি প্রাইভেটকার জব্দ করে।

গ্রেফতারকৃত আসামীঃ মোঃ আলিম শেখ (৫২), পিতা- মৃত কাবিল শেখ, সাং-পোড়াবাগ, থানা ও জেলা-চাঁপাইনবাবগঞ্জ।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, এই মাদক ব্যবসায়ী দীর্ঘদিন যাবৎ আইন প্রয়োগকারী সংস্থার চোখ ফাঁকি দিয়ে সিরাজগঞ্জসহ বিভিন্ন জেলায় অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করে আসছিল।

গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মামলার কার্যক্রম প্রক্রিয়াধীন।

গত (২০ নভেম্বর) রবিবার বিকাল ০৫.৩০ ঘটিকার সময় র‌্যাব-১২,সিপিএসসি,সিরাজগঞ্জ স্কোয়াড কমান্ডার লেফটেন্যান্ট মোঃ আবুল হাসেম সবুজ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেন, তিনি আরও জানান এ ধরণের মাদক উদ্ধার অভিযান সচল রেখে মাদকমুক্ত সোনার বাংলা গঠনে র‌্যাব-১২ বদ্ধপরিকর।

র‌্যাব-১২ কে তথ্য দিন – মাদক , অস্ত্রধারী ও জঙ্গিমুক্ত বাংলাদেশ গঠনে অংশ নিন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
এই পত্রিকার সকল সংবাদ, ছবি ও ভিডিও স্বত্ত্ব সংরক্ষিত © ২০২১ দৈনিক মাতৃজগত    
Developed By Bangla Webs
banglawebs999991