নিজস্ব প্রতিবেদকঃ-র্যাব-১২’র অভিযানে সিরাজগঞ্জের রায়গঞ্জে ৩৯ বোতল ফেন্সিডিলসহ ০২ জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে।
গত (৭ অক্টোবর) শুক্রবার বিকেল ০৪.১০ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১২ এর স্পেশাল কোম্পানীর একটি চৌকষ আভিযানিক দল সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ থানাধীন চান্দাইকোনা জোড়পুল এর জমজম হোটেলের সামনে পাকা রাস্তার উপর এক মাদক বিরোধী অভিযান চালিয়ে ৩৯ (ঊনচল্লিশ) বোতল ফেন্সিডিলসহ ০২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃত আসামীঃ ১। মোঃ রুবেল হোসেন(৩৪), পিতা-মোঃ আফতাব উদ্দিন, সাং-জয়দেবপুর (সোহেল মেম্বারের বাড়ীর পাশে), থানা-নবাবগঞ্জ, ২) মোছাঃ ঝুনু(২৭), পিতা- আব্দুস সোবহান, স্বামী-আব্দুল আলীম, সাং-মধ্য বাসুদেবপুর, থানা-হাকিমপুর, উভয় জেলা-দিনাজপুর।
র্যাব জানায় গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের কার্যক্রম প্রক্রিয়াধীন ও প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, এই মাদক ব্যবসায়ীরা দীর্ঘদিন যাবত আইন প্রয়োগকারী সংস্থার চোখ ফাঁকি দিয়ে সিরাজগঞ্জসহ দেশের বিভিন্ন এলাকায় অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করে আসছিল।
র্যাব-১২,সিপিএসসি,সিরাজগঞ্জ স্কোয়াড কমান্ডার লেফটেন্যান্ট মোঃ আবুল হাসেম সবুজ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন তিনি আরও বলেন এ ধরণের মাদক উদ্ধার অভিযান সচল রেখে মাদকমুক্ত সোনার বাংলা গঠনে র্যাব-১২ বদ্ধপরিকর।
র্যাব-১২ কে তথ্য দিন – মাদক , অস্ত্রধারী ও জঙ্গিমুক্ত বাংলাদেশ গঠনে অংশ নিন।