বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ০৩:৫৮ অপরাহ্ন

সিরাজগঞ্জে সামিয়ক বরখাস্ত হওয়া শিক্ষক স্কুলের আসবাবপত্র ভাংচুর করায় গ্রেফতার 

মোঃ রেজাউল করিম খান
  • আপডেট টাইম : শুক্রবার, ১৬ সেপ্টেম্বর, ২০২২
  • ১৬৯ বার পঠিত

সিরাজগঞ্জ শহরের প্রাচীনতম সুনামখ্যাত এসবি রেলওয়ে কলোনী স্কুল এন্ড কলেজের সহকারী শিক্ষক মোঃ আরিফুল ইসলামের দূর্নীতিও অনিয়মের কারণে অত্র শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটি সাময়িক ভাবে বহিস্কার করে। এতে ক্ষিপ্ত হয়ে রেগে গিয়ে তার কাছে প্রাইভেট পড়ুয়া কিছুসংখ্যক ছাত্র-ছাত্রী নিয়ে স্কুলে হামলা চালিয়ে চেয়ার, টেবিল, বেঞ্চ ও সিলিং ফ্যান ভাংচুর করা সহ লুটপাট করা হয়েছে।

এই ঘটনায় ওই শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষ মোঃ আশরাফুল ইসলাম বাদী হয়ে সদর থানায় মামলা দায়ের করায় অভিযুক্ত সহকারী শিক্ষক মোঃ আরিফুল ইসলামকে বৃহস্পতিবার সন্ধ্যা রাতে পুলিশ গ্রেফতার করেছে।

মামলাসূত্রে জানা যায় যে, শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র -ছাত্রীদের কাছ থেকে আদায়কৃত অর্থ স্কুল ফান্ডে জমা না দিয়ে নিজের কাছে রাখেন এবং তা আত্মসাৎ করেছেন এ বিষয় নিয়ে প্রতিষ্ঠানের আরেক শিক্ষক মোঃ একরাম হোসেন এর সাথে কথা-কাটাকাটি করে মারমুখী হওয়া এবং অসাদআচারণের অভিযোগে ম্যানেজিং কমিটির সিদ্ধান্ত অনুযায়ী গত মাসের ২২ তারিখে সহকারী শিক্ষক মোঃ আরিফুল ইসলাম কে সাময়িক বরখাস্ত করা হয়।

এ সাময়িক বরখাস্তের পর চিঠি পেয়ে সহকারী শিক্ষক মোঃ আরিফুল ইসলাম ক্ষিপ্ত হয়ে অধ্যক্ষ এর সাথে অশালীন আচারণ করা সহ বিভিন্ন ধরনের ভয়ভীতি প্রদর্শন করা নানা বিধ ষড়যন্ত্র শুরু করে। এর প্রেক্ষিতে গত ১২ সেপ্টেম্বর-২০২২ আনুমানিক সকাল ১১ টার দিকে কিছু উশৃংখল ছেলে-মেয়ে ও তার কাছে প্রাইভেট পড়ুয়া কিছু ছাত্র- ছাত্রীদের উস্কে দিয়ে ও লাঠিসোটা নিয়ে শিক্ষা প্রতিষ্ঠানের চেয়ার, টেবিল, বেঞ্চ,সিলিংফ্যান, গেট, দরজা ভাংচুর করে, কিছু আসবাবপত্র মালামাল লুট করে নিয়ে যায়। এতে প্রায় দেড় লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তারপর তারা শহরে অধ্যক্ষ এর বিরুদ্ধে মিছিল প্রদর্শন করেছে।

এঘটনায় ম্যানেজিং কমিটির সভাপতির পরামর্শ ও নির্দেশে সদর থানায় মামলা দায়ের করা হয়েছে। সদর থানার অফিসার ইনচার্জ মোঃ হুমায়ূন কবির জানান, অত্র শিক্ষা প্রতিষ্ঠানের সহকারী শিক্ষক মোঃ আরিফুল ইসলাম এর বিরুদ্ধে ভাংচুর ও ফ্যান চুরির মামলা হয়। এরই প্রেক্ষিতে গত বৃহস্পতিবার সন্ধ্যারাতে থানা এলাকা হতে গ্রেফতার করা হয়। শুক্রবার তাকে আদালতে প্রেরণ করা হলে আদালত কারাগারে পাঠাইয়াছে

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

এ জাতীয় আরো খবর..
এই পত্রিকার সকল সংবাদ, ছবি ও ভিডিও স্বত্ত্ব সংরক্ষিত © ২০২১ দৈনিক মাতৃজগত    
কারিগরি সহযোগিতায়ঃ Bangla Webs
banglawebs999991