মোঃ রেজাউল করিম খান বিশেষ প্রতিনিধি: সিরাজগঞ্জের শাহজাদপুরে সড়ক দুর্ঘটনায় এক শিশু ও নারী নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও ৩ জন। তাৎক্ষণিকভাবে নিহত ও আহতদের নাম পরিচয় পাওয়া যায়নি। (১ ফেব্রুয়ারি) বৃহস্পতিবার বেলা ১১টার দিকে ঢাকা-পাবনা মহাসড়কের শাহজাদপুর উপজেলার মাদলায় এ ঘটনা ঘটে। হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, বৃহস্পতিবার বেলা ১১টার দিকে বাঘাবাড়ি থেকে পাঁচজন যাত্রী নিয়ে একটি সিএনজি অটোরিকশা শাহজাদপুর আসার পথে ঢাকা-পাবনা মহাসড়কের মাদলা এলাকায় পৌঁছলে বিপরীতমুখী একটি যাত্রীবাহি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই এক নারী নিহত হয়। এসময় আহত হয় এক শিশুসহ আরও ৪ জন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হলে চিকিৎসাধীন অবস্থায় এক শিশুর মৃত্যু হয়।