সিরাজগঞ্জের কড্ডা মোড় এলাকা থেকে ১ কোটি ৩৫ লাখ টাকা মূল্যের (১ কেজি ৩৫গ্রাম) হেরোইনসহ অহিদ আলী নবীণ(৩২) নামের এক মাদক ব্যাবসায়ীকেে গ্রেফতার করেছে পুলিশ। রোববার দুপুরে পুলিশ সুপার কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে এতথ্য জানান পুলিশ সুপার মোঃ আরিফুর রহমান মন্ডল বিপি এম (বার) পিপিএম (বার)।
এর আগে ভোররাতে বঙ্গবন্ধু সেতুপশ্চিম সংযোগ সড়কের কড্ডারমোড় এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।গ্রেফতার কৃত চালক অহিদ আলী নবীণ(৩২)রাজশাহী জেলার গোদাগাড়ী থানার বাসিন্দা।
সংবাদ সম্মেলনে পুলিশ সুপার জানান,রাজশাহী থেকে হেরোইনের একটি বড় চালান ঢাকা যাচ্ছে।এমন সংবাদের ভিত্তিতে বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ সড়কের কড্ডার মোড় এলাকার যানবহনে তল্লাশী চালায় পুলিশ।রোববার ভোররাতে রাজশাহী থেকে ঢাকাগাগী (ঢাকা মেট্রো-গ ২২-৩৪৩৭)প্রইভেট কারটির গতিরোধ করা হয়।এ সময় পুলিশের উপস্তিতি টেরপেয়ে প্রাইভেট কারটি সিরাজগঞ্জ শহরে প্রবেশ করার চেষ্টা করে।পরে পুলিশ প্রাইভেট কারটি ব্যারিকেড দিয়ে আটক করে তল্লাশী চালিয়ে ১কেজি ৩৫০গ্রাম হেরোইন ও ১লিটার বিদেশি মদসহ মাদক কারবারী অহিদ আলী নবীণকে গ্রেফতার করা হয়।
পুলিশ সুপার আরো বলেন, গ্রেফতারকৃত অহিদ আলী নবীণ,দীর্ঘ ৭বছর যাবত মাদক ব্যাবসার সঙ্গে জড়িত। তিনি প্রাইভেট কারে বিভিন্ন জায়গায় অভিনব কায়দায় মাদক লুকিয়ে রেখে গোপনে রাজশাহী থেকে মাসে ২/৩বার বিপুল পরিমাণ হেরোইন পাচার করে ঢাকার বিভিন্নস্হানে সরবরাহ করে।এসব ঘটনায় তার বিরুদ্ধে রাজশাহী,ঢাকা,কুমিল্লা,টাংগাইলসহ বিভিন্ন থানায় হেরোইন ও ইয়াবার মামলা রয়েছে।
সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার (পদোন্নতি প্রাপ্ত পুলিশ সুপার)ফারহানা ইয়াসমিন,অতিরিক্ত পুলিশ সুপার নুর আলম সিদ্দিকি,সদর সার্কেল জসিম উদ্দিন, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি হুমায়ুন কবির উপস্থিত ছিলেন।