সোমবার, ০৯ ডিসেম্বর ২০২৪, ০৭:০৮ পূর্বাহ্ন

সিরাজগঞ্জে ২১৬ কেজি গাঁজাসহ আটক ২ ; কাভার্ড ভ্যান জব্দ

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শনিবার, ১৮ মে, ২০২৪
  • ৯০ বার পঠিত

 

মোঃ রেজাউল করিম খান  বিশেষ প্রতিনিধি:  সিরাজগঞ্জের তাড়াশে ২১৬ কেজি গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ীকে আটক ও ১টি কাভার্ড ভ্যান জব্দ করেছে র‍্যাব-১২ এর অভিযানিক দলের সদস্যরা।  (১৭ মে শুরবার) বেলা ১১ টার সময় হাটিকুমরুলে র‍্যাব ১২ এর সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনে তথ্য নিশ্চিত করে র‍্যাব-১২ অধিনায়ক মোঃ মারুফ হোসেন বলেন,র‍্যাব-১২, সদর কোম্পানি,সিরাজগঞ্জ এর আভিযানিক দল, র‍্যাব সদর দপ্তরের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারে যে, কাভার্ড ভ্যানযোগে অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য গাঁজা বহন করা হচ্ছে। সেই মোতাবেক র‍্যাব-১২, সদর কোম্পানির কমান্ডার স্কোয়াড্রন লীডার মোহাম্মদ ইলিয়াস খান এর নেতৃত্বে ঢাকা-রাজশাহী মহাসড়কে একটি অস্থায়ী চেকপোষ্ট করা হয়। চেকপোষ্ট চলাকালে ১৭ মে শুক্রবার ভোর ০৫.৫০ ঘটিকায় সিরাজগঞ্জের তাড়াশ থানার চর হামকুড়িয়া এলাকায় একটি কাভার্ড ভ্যান,যার রেজিষ্ট্রেশন নম্বর ঢাকা মেট্রো-ড-১২-৫৩২৯ হতে অভিনব কায়দায় লুকানো অবস্থায় ২১৬ কেজি গাঁজা উদ্ধার করা হয় এবং ঘটনাস্থল থেকে আসামি কুমিল্লা জেলার দেবীদ্বার থানার রাজাকার গ্রামের নুরুল মিয়ার ছেলে আল আমিন (২২) ও রাজাচাবি লতা গ্রামের ইসমাত আলীর ছেলে এরশাদ ওরফে হৃদয় (২৭)কে আটক করা হয়। এসময় মাদক ব্যবসায়ীদের সাথে থাকা মাদকদ্রব্য গাঁজা ক্রয়-বিক্রয়ের কাজে ব্যবহৃত ২টি মোবাইল ফোন, ২টি সিম কার্ড, নগদ ৬০০ টাকা এবং ১টি কাভার্ড ভ্যান জব্দ করা হয়।প্রাথমিকভাবে আটকৃত দুইজনের প্রত্যেকের বিরুদ্ধ ২টি করে মাদক মামলার তথ্য পাওয়া গেছে। বিস্তারিত তথ্যের জন্য অনুসন্ধান চলমান আছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য সিরাজগঞ্জ জেলার তাড়াশ থানায় একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

এ জাতীয় আরো খবর..
এই পত্রিকার সকল সংবাদ, ছবি ও ভিডিও স্বত্ত্ব সংরক্ষিত © ২০২১ দৈনিক মাতৃজগত    
কারিগরি সহযোগিতায়ঃ Bangla Webs
banglawebs999991