উল্লাপাড়া উপজেলা প্রতিনিধিঃ
সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলায় ১০ নং বড়হর ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়,এই প্রথম ইভিএম এর মাধ্যমে ইউনিয়নের ৯ টি ওয়ার্ডে ভোটাররা ভোট প্রদান করেন,সকাল ৮ থেকে বিকাল ৪ পর্যন্ত ভোট, প্রথম ইভিএম এ ভোট হওয়ায় ভোটারা কিছু বিরামবনায় পরেন এবং অনেক ভোটার কে ভোট না দিয়েই ফেরত যেতে দেখা যায়।
নির্বাচনে চারজন চেয়ারম্যান প্রার্থী প্রতিদন্ধীতা করেন,
নৌকা প্রতীক নিয়ে জনাব জহুরুল হাসান নান্নু,
স্বতন্ত্র প্রার্থী সফিকুল ইসলাম খান গোড়া মার্কা, এবং ছাকোওয়াত হোসেন সাবু মোটরসাইকেল মার্কা, ইসলামী শাসনতন্ত্রের মানসুর রহমান হাতপাখা মার্কা প্রতীক নিয়ে প্রতিদন্ধীতা করেন।
বেসরকারি ভাবে জনাব জহুরুল হাসান নান্নুর নৌকা প্রতীকে বিজয়ী ঘোষণা করা হয়।
১.জহুরুল হাসান নান্নু,
নৌকা প্রতিক-১০৬৬৪ ভোট,
২. সফিকুল ইসলাম খান,
গোড়া মার্কা প্রতিক-৬৬১১,ভোট,
৩.ছাকাওয়াত হোসেন(সাবু),
মোটরসাইকেল মার্কা -৩৫২১,ভোট,
৪.মানসুর রহমান, হাত পাখা মার্কা -৩৭৩, ভোট,
নষ্ট ভোট -২৪,।
মোট ভোট সংখ্যা, ৩০৮৬১, ভোট কাস্টের সংখ্যা -২১১৯৩,
যা -৬৮.৬৭%
সুত্র- উল্লাপাড়া উপজেলা নির্বাচন কমিশন অফিস,