সাথী সুলতানা, সিরাজগঞ্জ প্রতিনিধিঃ
সিরাজগঞ্জ উল্লাপাড়া উপজেলা কৃষি অফিস কতৃক বারো হাজার নয়শত নব্বই জন উপকারভোগী ক্ষুদ্র ও প্রন্তিক কৃষকের মাঝে বিনামুল্যে বীজ ও সার বিতারন করা হয়েছে।
গত ৮ ই নভেম্বর মঙ্গলবার ২০২২/২৩ অর্থ বছরে রবি মৌসুমে কৃষি উৎপাদন বৃদ্ধির লক্ষে শরিসা,গম,ভুট্টা, চিনাবাদাম, পিয়াজ,মুশুর,খেশারী ও শীতকালীন সবজির বিভিন্ন প্রকার বীজ উপজেলা হল রুমে সুষ্ঠু ও সুন্দর পরিবেশে বিতারন করা হয়।
এ-সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় জাতীয় সংসদ সদস্য তানভীর ইমাম উল্লাপাড়া সিরাজগঞ্জ এবং সভাপতি জনাব উজ্জ্বল হোসেন উপজেলা নির্বাহী অফিসার উল্লাপাড়া সিরাজগঞ্জ উক্ত অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন উল্লাপাড়া উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ সুবর্না ইসলাম সুমী অনুষ্ঠান আয়োজনে কৃষি সম্প্রসারন অধিদপ্তর উল্লাপাড়া সিরাজগঞ্জ।