রাজশাহী বিভাগীয় ব্যুরো প্রধানঃ
সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার নান্দিনা মধু গ্রামে ১৪ বসর বয়সি এক কিশোরীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে একই গ্রামের মোসাদ্দেক আলী সরকারের ছেলে মোঃ রুবেল সরকার (৩৫) বিরুদ্ধে।
এ ঘটনায় কিশোরীর মা মোছাঃ রমিচা খাতুন বাদী হয়ে সিরাজগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা দায়ের করেছেন।
মামলার সূত্রে জানা যায়, গত ২২ মার্চ রাত সাড়ে সাতটার দিকে মোঃ রুবেল সরকার কিশোরীকে জোরপূর্বক ভাবে ধর্ষণের চেষ্টা করে পরবর্তীতে ন্যায় বিচারের আশায় আদালতে মামলা করেন কিশোরীর মা মোছাঃ রমিচা খাতুন।
এ বিষয়ে কিশোরীর চাচা জানিয়েছেন, রুবেল সরকার আমার ভাই এর কাছে সুদের টাকা পাইতো সেই কারণে প্রায়ই আমাদের বাড়িতে আসা যাওয়া করত সে। সেদিন সন্ধ্যারাতে আমার ভাতিজি বাড়ির পাশেই তার ফুফুর বাসায় যাচ্ছিল এমন সময় রুবেল সরকার তার সুদের টাকার জন্য আমাদের বাড়িতে আসছিলেন এ সময় রাস্তার মধ্যে আমার ভাতিজি কে একা পেয়ে রাস্তার পাশে পরিত্যক্ত একটি ঘরে জোরপূর্বক ভাবে নিয়ে ধর্ষণ চেষ্টা করে। বিষয়টি নিয়ে বেশ কয়েকবার গ্রাম্য সালিশী বৈঠক হয় কিন্তু ন্যায় বিচার না পেয়ে আদালতে মামলা দায়ের করেছি।
এ বিষয়ে কামারখন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাবিবুল্লাহ জানিয়েছেন, তারা আদালতে মামলা করেছে এখনো মামলাটি আমাদের হাতে আসেনি আসলেই আমরা এর বিরুদ্ধে ব্যবস্থা নিব।