মোঃ লুৎফর রহমান লিটন স্টাফ রিপোর্টার: সিরাজগঞ্জের চৌহালী উপজেলাধীন এনায়েতপুর থানার বেতিল চরে ফুটবল খেলার সময় আকস্মিক বজ্রপাতে শিশুসহ ২ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনা আহত হয়েছে আরও ২ শিশু।
নিহতরা হলো বেতিল চরের তারা মিয়ার ছেলে আল-আমিন হোসেন (২৮) ও আব্দুল হাকিমের ছেলে মারুফ হোসেন (১৪)।
এদিকে আহত বেতিল চরের ময়েন উদ্দিনের ছেলে সিয়াম (৭) ও বেলাল হোসেনের ছেলে মেহেদি হাসান (৮) কে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সদিয়া চাঁদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম জাহিদ জানান, মঙ্গলবার বিকালে বেতিল চরের একটি মাঠে শিশু কিশোর ও এলাকার প্রাপ্ত বয়স্করা মিলে দুটি ভাগে বিভক্ত হয়ে ফুটবল খেলছিল। তখন হঠাৎ বৃষ্টিপাতের পাশাপাশি বজ্রপাতে শিশুসহ ৪ জন ঝলসে যায়। এরপর তাদের স্থানীয় খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে ২ জন মারা যায়।
এনায়েতপুর থানার ওসি আব্দুর রাজ্জাক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় এলাকায় শোক বিরাজ করছে। উপজেলা প্রশাসন থেকে নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা দেওয়ার কথা জানানো হয়েছে।