রাজশাহী বিভাগীয় ব্যুরো প্রধানঃ
সিরাজগঞ্জ জেলা ট্রাক এবং কাভার্ড ভ্যান পরিবহন শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচনে – সভাপতি পদে মোঃ আসলাম হোসেন এবং সাধারণ সম্পাদক পদে মোঃ নামদার হোসেন সহ অন্যান্য পদে সরাসরি ভোটে নির্বাচিত হয়েছেন।
শুক্রবার (১৫ জুলাই) সকাল হতে দিনব্যাপী সিরাজগঞ্জ শহরের ঐতিহ্যেবাহী বিদ্যাপীঠ ভিক্টোরিয়া হাইস্কুলে – সিরাজগঞ্জ জেলা ট্রাক এবং কাভার্ডভ্যান পরিবহন শ্রমিক ইউনিয়নের ভোট গ্রহণ শুরু হয়। এ নির্বাচনে মোট ১৩ টি পদে ৪৮ জন বিভিন্ন পদে নির্বাচনে অংশগ্রহণ করেন এর মধ্যে সভাপতি পদে ২ জন, কার্যকরী সভাপতি পদে ৪ জন, সহ-সভাপতি পদে ২ জন, সাধারণ সম্পাদক পদে ২ জন, যুগ্ম-সাধারণ সম্পাদক পদে-২ জন, সহ-সম্পাদক পদে-২ জন, সাংগঠনিক সম্পাদক পদে-৩ জন, কোষাধ্যক্ষ পদে-৩ জন, দপ্তর সম্পাদক পদে-৬ জন, সড়ক সম্পাদক পদে -৫ জন, প্রচার ও পূর্ণবাসন সম্পাদক পদে-৪ জন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে -৩ জন এবং কার্যনির্বাহী সদস্য পদে- ১০ জন প্রতিদ্বন্দ্বিতা করেন । এ নির্বাচনে মোট ভোটার সংখ্যা ৩৯’শ২ ভোট এর মধ্যে ২৭’ শ ২০ ভোট কাষ্টিং হয়।
প্রাপ্ত ভোট অনুযায়ী – এ নির্বাচনে -সভাপতি পদে মোঃ আসলাম হোসেন (কুড়াল) প্রতীকে ১৯০২ ভোট বিজয়ী তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন মোঃ আকমল হোসেন (খেজুরগাছ) প্রতিকে ভোট পেয়েছেন ৮০৪ ভোট, কার্যকরী সভাপতি পদে মোঃ আব্দুল মালেক( গরুরগাড়ী)প্রতিকে ১১২২ ভোট পেয়ে বিজয়ী তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ হাশেম আলী (গাভী) প্রতিকে ৯২৩ ভোট, সহ-সভাপতি পদে মোঃ ফারুক হোসেন ভোলা (পিকআপভ্যান)১৬৭৩ ভোট পেয়ে বিজয়ী, তার নিকটতম সেরাজুল হক সেরু (বালতি) প্রতিকে ৯৭৮ ভোট, সাধারণ সম্পাদক পদে মোঃ নামদার হোসেন( মাছ) প্রতিকে ১৭৯৯ ভোট পেয়ে বিজয়ী তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ নুর ইসলাম মুন্সী (দোয়াতকলম) প্রতিকে ৮৭৯ ভোট , যুগ্ম-সম্পাদক পদে খ,ম দিদার আলম (তালপাখা) ১৪০৩ ভোট পেয়ে বিজয়ী তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ আলামিন সেখ (আনারস) প্রতিকে ১২২০ ভোট, সহ-সম্পাদক পদে মোঃ আব্দুস সোবাহান (কাভার্ড ভ্যান) প্রতিক নিয়ে ১৫২০ ভোট পেয়ে বিজয়ী তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ আলাউদ্দিন সেখ (কাটারী) প্রতিক নিয়ে ১১৬৫ ভোট , সাংগঠনিক সম্পাদক পদে মোঃ মোকাদ্দেস আলী মক্কা (চাঁদতারা) ১৩৪৫ ভোট পেয়ে নির্বাচিত তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন এম,এ ওয়াহাব ( হরিণ) প্রতিকে ১১৭৫ ভোট, কোষাধ্যক্ষ পদে মোঃ মঞ্জুর রহমান (দেওয়াল ঘড়ি) প্রতিকে ১০৪৫ ভোট পেয়ে বিজয়ী তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন শ্রী শংকর কুমার সরকার (তালা চাবি) প্রতিকে ৯২৬ ভোট, দপ্তর সম্পাদক পদে মোঃ বিশা সেখ (হাতুড়ি) প্রতিকে ৯৭৪ ভোট পেয়ে বিজয়ী তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ মিন্টু সেখ ৫৪২ ভোট, সড়ক সম্পাদক পদে মোঃ মাসুদ রানা (মশাল) প্রতিককে ৮৩৪ ভোটে বিজয়ী তার নিকতম প্রতিদ্বন্দ্বী আবদুস সাত্তার (বটগাছ) ৭৭৬ ভোট, প্রচার ও পূর্ণবাসন সম্পাদক মোঃ ফারুক হোসেন (ছাতা) প্রতিকে ৯৫৫ ভোট পেয়ে বিজয়ী তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃআব্দুস সামাদ (ষ্টেয়ারিং)প্রতিকে ৯২৭ ভোট, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে মোঃ শহিদুল ইসলাম (লাঙ্গল) প্রতিকে ১১০৮ ভোটে বিজয়ী তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ সাজেদুর রহমান শিপন (দোয়েল পাখি) প্রতিকে ১০২৫ ভোট , কার্যনির্বাহী সদস্য পদে (১) রুবেল আহম্মেদ (মোরগ) প্রতিকে -১৩০৫ ভোটে বিজয়ী , (২) মোঃজাহাঙ্গীর আলম (বেলচা) প্রতিকে ১২৩৩ ভোটে বিজয়ী, (৩) মোঃ ইয়াছিন আলী পানির (বোতল) প্রতিকে ৭৫৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।
সিরাজগঞ্জ জেলা ট্রাক এবং কাভার্ড ভ্যান পরিবহন শ্রমিক ইউনিয়ন -২০২২ ইং এর ত্রি-বার্ষিক নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান ও উক্ত সংগঠনের আজীবন প্রধান উপদেষ্টা গাজী একে, এম, ফজলুল মতিন মুক্তা উপরোক্ত নির্বাচনী ফলাফল ঘোষণা করেন। এসময় নির্বাচন পরিচালনা কমিটির – সদস্য মোঃ সোরহাব আলী, মোঃ শামসুল আলম, মোঃ আব্দুল মান্নান, মোঃ দুলাল হোসেন সহ সংগঠনের নেতাকর্মীরা নির্বাচন সুষ্ঠু, নিরপেক্ষ হওয়ায় সন্তুষ্টি প্রকাশ করেছেন। এবং নবনির্বাচিত কমিটির সকলকে শুভেচ্ছা জানানো হয়েছে।