রাজশাহী বিভাগীয় ব্যুরো প্রধানঃ
সিরাজগঞ্জে জেলা ট্রাক এবং কাভার্ডভ্যান পরিবহন শ্রমিক ইউনিয়নের উদ্যোগে সংগঠনের সভাপতি- মোঃ আকমল হোসেন এর সভাপতিত্বে সিরাজগঞ্জ জেলা ট্রাক এবং কাভার্ডভ্যান পরিবহন শ্রমিক ইউনিয়নের ত্রি- বার্ষিক সাধারণ সভার প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয়।
সাধারণ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্যে রাখেন, জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আলহাজ্ব কে, এম হোসেন আলী হাসান৷।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্যে রাখেন, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ আব্দুস সামাদ তালুকদার, সিরাজগঞ্জ পৌরসভার মেয়র ও জেলা আওয়ামীলীগের সাবেক সহ-সভাপতি সৈয়দ আব্দুর রউফ মুক্তা, সিরাজগঞ্জ পৌর আওয়ামীলীগের সভাপতি হেলান উদ্দিন- ও বাংলাদেশ ট্রাক চালক শ্রমিক ফেডারেশন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ওয়াজি উল্লাহ, – বাংলাদেশ ট্রাক চালক শ্রমিক ফেডজরেশন কেন্দ্রীয় কমিটি যুগ্ম-সাধারণ সম্পাদক আবুল কাশেম পাটোয়ারী, জেলা ট্রাক এবং কাভার্ডভ্যান পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মোঃ নুর ইসলাম মুন্সি, জেলা ট্রাক এবং ট্যাংকলরী মালিক সমিতি সভাপতি মোঃ একরামুল হক রিজভী, জেলা ট্রাক ও ট্যাংকলরী মালিক গ্রুপের সাধারণ সম্পাদক গোলাম রব্বানী ডাবলু, জেলা ট্রাক এবং কাভার্ডভ্যান পরিবহন শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক এস,এম ওয়াহাব, সহ জেলা মোটর মালিক ও শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ত্রি- বার্ষিক সাধারণ সভা ২০২২ এর প্রথম অধিবেশনে সংগঠনের বর্তমান কমিটির অর্জন ও সফলতা নিয়ে সাংগঠনিক আলোচনা করেন। আলোচনা শেষে জেলা ট্রাক এবং কাভার্ডভ্যান পরিবহন শ্রমিক ইউনিয়নের বর্তমান কমিটি বিলুপ্ত করা হয়।
দ্বিতীয় অধিবেশনে- বাংলাদেশ ট্রাক চালক শ্রমিক ফেডারেশন কেন্দ্রীয় কমিটি সাধারণ সম্পাদক ওয়াজি উল্লাহ এর সভাপতিত্বে বাংলাদেশ ট্রাক চালক শ্রমিক ফেডারেশন কেন্দ্রীয় কমিটি যুগ্ম-সাধারণ সম্পাদক আবুল কাশেম পাটোয়ারী সহ উপস্থিত স্থানীয় নেতৃবৃন্দের উপস্থিতিতে সংগঠনের বিগত ০৩ বছরের হিসার-নিকাশ উপস্থাপন করা হয়।
ত্রি-বার্ষিক সম্মেলন সুন্দর, সফল শান্তিপূর্ণ ভাবে শেষ হয়।