আসন্ন সিরাজগঞ্জ জেলা পরিষদ- ২০২২ইং নির্বাচন চূড়ান্ত বাছাই পর্ব শেষে মনোনয়ন প্রাপ্তদের মধ্যে আনুষ্ঠানিক ভাবে প্রতীক বরাদ্দ করা হয় । এতে ৯নং ওয়ার্ডের সাধারণ সদস্য পদে মোঃ রাশেদুল ইসলাম সিরাজ পেলেন “অটোরিকশা মার্কা।
উক্ত প্রতীক বরাদ্দ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসার ড. ফারুক আহাম্মদ সহকারী রিটার্নিং অফিসার জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ শহিদুল ইসলাম আসন্ন নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান পদে নির্বাচিত একক প্রার্থী সাবেক চেয়ারম্যান সাবেক প্রানিসম্পদমন্ত্রী আলহাজ্ব আব্দুল লতিফ বিশ্বাস সদর উপজেলা নির্বাচন অফিসার মোঃ আজিজার রহমান, নির্বাচন কর্মকর্তা মোছাঃ নুরজাহান খাতুন সহ জেলা উপজেলার প্রশাসনিক কর্মকর্তা জেলা পরিষদদের বর্তমান প্রশাসনিক কর্মকর্তাসহ আগত প্রার্থীগন ।
সোমবার (২৬সেপ্টেম্বর) সকালে জেলা প্রশাসক কার্যালয়ের শহীদ এ,কে শামসুদ্দীন সম্মেলন হলে সাধারণ ও মহিলা সংরক্ষিত আসনে নির্বাচনের প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ করেন জেলা রিটার্নিং ও জেলা প্রশাসক ড. ফারুক আহাম্মদ ।
এসময় জেলা পরিষদ নির্বাচনে ৯নং ওয়ার্ডে সাধারণ সদস্য পদের প্রতিদ্বন্দ্বী প্রার্থী সাবেক সদিয়াচাঁদপুর ইউপি চেয়ারম্যান বিশিষ্ট সমাজসেবক রাজনীতিবিদ চৌহালী, শাহজাদপুর এর ( একাংশ) কৃতিসন্তান মোঃ
রাশেদুল ইসলাম সিরাজ
তার নির্বাচনী মার্কা অটোরিকশা পেয়ে তিনি সকলের নিকট দোয়া প্রার্থনা করেন এবং ভোটারদেরকে অটোরিকশা মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করার আহবান জানান।
তিনি আরো জানান যে, তিনি জয়ী হলে জনগণের পাশে থেকে এলাকার উন্নয়ন করে জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার উন্নয়নের ধারা অব্যাহত রাখতে পারি।