বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সিরাজগঞ্জ জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, সহসভাপতি ভিপি অমর কৃষ্ণ দাস, যুগ্ম-সম্পাদক ভিপি শামীম খান, সাংগঠনিক সম্পাদক আবু সাইদ সুইট ও কাজিপুর উপজেলা বিএনপির যুগ্নআহ্বায়ক রাশেদ কবীর চান্দু প্রায় ১ মাস পর আজ মঙ্গলবার(৪ অক্টোবর) সন্ধায় কারাগার থেকে মুক্তি পেয়েছেন। জানাযায়, গত ২৬ সেপ্টেম্বর ২২ মহামান্য হাইকোর্ট তাদের জামিনের আদেশ দেয়। জামিন আদেশের সেই কপি আজ (৪ অক্টোবর) সিরাজগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতে পৌছার পর আদালত তাদের কারাগার থেকে মু্ক্তি দেন। উল্লেখ্যঃ শীর্ষ এ ৫নেতা পুলিশের দায়ের করা মামলায় মহামান্য হাইকোর্ট থেকে আগাম জামিন নেওয়ার জন্য ঢাকা আদাবর থানা এলাকার একটি বাসায় অবস্থান করছিল। (৯ সেপ্টেম্বর ২০২২) রাত ৮টার দিকে সিরাজগঞ্জ ডিবি পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে সেই বাসায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। ওই রাতেই তাদের সিরাজগঞ্জে সদর থানায় নিয়ে আসা হয় এবং পর দিন আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয় ।
এদিকে সিরাজগঞ্জ জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চুসহ শীর্ষ এ ৫ নেতার কারাগার থেকে মুক্তির সংবাদ শুনে জেলা,থানা ও ইউনিয়ন পর্যায়ের হাজার হাজার নেতা-কর্মী দুপুর থেকে কারাগার ফটকের সামনে সমবেত হন এবং ফুলে-ফুলে তাদের সিক্ত করেন