মোঃ রেজাউল করিম খান বিশেষ প্রতিনিধি: ২০২৩-২৪ অর্থবছরে আধুনিক প্রযুক্তি সম্প্রসারণের মাধ্যমে রাজশাহী বিভাগের কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় সিরাজগঞ্জ সদরে তিনদিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলার শুভ উদ্বোধন করা হয়।
এ মেলায় ১২ টি স্টল স্থাপন করা সহ মেলার মাঝেখানে প্রদর্শনী বিভিন্ন ফলও ফসলের সমাহার সৌন্দর্যমন্ডিত ফলসের নৌকা এবং সদর উপজেলার ইউনিয়নের মানচিত্রে ফসল দিয়ে আঁকা করা হয়।
সিরাজগঞ্জ সদর উপজেলা কৃষি অফিসার কার্যালয়ের আয়োজনে এবং সদর উপজেলা প্রশাসন সিরাজগঞ্জের সার্বিক সহযোগিতায়
মঙ্গলবার (১২ মার্চ) সকালে সিরাজগঞ্জ সদর উপজেলা পরিষদের হলরুমে উক্ত উদ্বোধনী আলোচনা সভা অনুষ্ঠান এবং বিনামূল্যে কৃষকদের মাঝে পাটবীজ বিতরণ করা হয় এবং সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সন্মুখে মেলার ফিতা কেটে উদ্বোধন করেন , সিরাজগঞ্জ -২ সদর-কামারখন্দ আসনের জাতীয় সংসদ সদস্য ড. জান্নাত আরা তালুকদার হেনরী এসময়ে অনুষ্ঠানে তিনি তার বক্তব্যে বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সরকার হলো কৃষি বান্ধব সরকার কৃষিতে উন্নতি করতে আধুনিক প্রযুক্তি নির্ভর করে দেশে ব্যাপক কৃষিতে বিপ্লব ঘটাচ্ছেন। স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করে যাচ্ছেন।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ মনোয়ার হোসেন এবং স্বাগত বক্তব্যে রাখেন, সদর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ আনোয়ার সাদাত। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ রিয়াজ উদ্দিন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এস.এম.নাছিম রেজা নুর দিপু, মহিলা ভাইস চেয়ারম্যান অধ্যাপিকা হাসনাহেনা, কাওয়াকোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ জিয়াউর রহমান জিয়া মুন্সি প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন, উপসহকারী কৃষি অফিসার এস.এম. মেহেদী হাসান।
এসময়ে অনুষ্ঠানে সদর উপজেলা কৃষি অফিসের অতিরিক্ত কৃষি অফিসার শর্মিষ্ঠা সেনগুপ্তা, কৃষি সম্প্রসারণ অফিসার মোঃ সাঈদী রহমান, সহকারী কৃষি সম্প্রসারণ অফিসার খন্দকার শফিকুর রহমান, এসএপিপিও মোঃ রেজাউল করিম, এসএএও বহুলী মোঃ তারিকুল ইসলাম, এস. এম. শাহীন আলম, খাগা মোঃ শফিকুল ইসলাম, কালিয়াহরিপুরের হামিদুল ইসলাম সহ অন্যান্যরা, সদর কৃষি অফিসের উচ্চমান সহকারী কাম হিসাব রক্ষক মোঃ মোস্তাফিজুর রহমান, কর্মচারী মোঃ হাসেম আকন্দ সহ সুধীজন, গুনীজনরা, কৃষক-কৃষাণীরা , বাগানী, শিক্ষার্থীরা, আগত দর্শনার্থীরা উপস্থিত ছিলেন।