রাজশাহী বিভাগীয় ব্যুরো প্রধানঃ
সংগ্রাম, উন্নয়ন ও অর্জনের গৌরবময় পথ চলার বাংলাদেশ এ স্লোগানকে সামনে রেখে
সদর উপজেলার তিন ইউনিয়ন রতনকান্দি,বাগবাটি ও ছোনগাছা ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে ৭৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
(বৃহস্পতিবার ২৩ জুন) বিকেল ৩ টায় হরিণা পিপুল বাড়িয়া বাজারে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে আলোচনা সভা,দোয়া মাহফিল ও আনন্দ র্যালী অনুষ্ঠিত হয়।প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় রতনকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাইদুল ইসলাম জুড়ান, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান বিপ্লব, বাগবাটি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আমজাদ হোসেন, সাধারণ সম্পাদক ইউসুফ আলী, ছোনগাছা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক প্রকৌশলী আব্দুল্লা আল মামুন, সহ-সভাপতি ও ছোনগাছা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আলী জিন্নাহ, সহ-সভাপতি লৎফুর রহমান আলী আলকাছ,শহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল হাবিব রিমনসহ বিভিন্ন ওয়ার্ড পর্যায়ে নেতা কর্মী ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতা-কর্মী উপস্থিত ছিলেন। এসময় বক্তারা বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ আজ উন্নয়নের রোল মডেলে পরিনত হয়েছে। দেশ স্বাধীনতা, গণতন্ত্র, ভোটের অধিকারসহ এদেশের উন্নয়ন আওয়ামী লীগের নেতৃত্বেই হয়েছে।