সিরাজগঞ্জ সায়দাবাদ ইউপির উত্তর পোড়াবাড়ি গ্রামে বড়ভাই এর জমি লিখে নিয়ে ছোট ভাই শুকুমার বড়ভাই শিবনাথকে দুই পায়ে শিকল পড়িয়ে তালা লাগিয়ে ঘরের ভিতর আবদ্ধ করে রেখেছে
গত বুধবার সরেজমিনে গিয়ে জানা যায় শিবনাথের মানসিক ভাবে একটু সমস্যা তার পরিবারকে বাড়ি থেকে বের করে দিয়ে জমিজমা লিখে নিয়ে শিকল দিয়ে বেধে রাখে ছোটভাই শুকুমার। অপরদিকে শিবনাথ বলেন ছোটভাই শুকুমার আমার সকল জমিজমা লিখে নিয়েছে এবং গত সোমবার রাত আনুমানিক দশটার দিকে আমাকে মারপিট করে হাসপাতালে ভর্তি করে একটু সুস্থ হওয়ার পর বাড়িতে এনে ঘরের ভিতর আবদ্ধ করে দুই পায়ে শিকল পড়িয়ে তালা দিয়ে বেধেছে। আমার খাওয়া নেই, পায়খানা প্রসাবের সম্যসা হয়েছে। আমাকে আপনারা বাচাঁনোর ব্যাবস্থা করেন নয়লে আমি মারা যাবো, আমি বাঁচতে চাই। তিনি আরও বলেন আমাকে পাগল মাতাল ও মাদক সেবনকারি বলে প্রশাসনের হাতে তুলে দেওয়ার চেষ্টা করছে শুকুমার।
এদিকে শুকুমার এর সাথে মোবাইলে কথা বলে জানা যায় তিনি বলেন আমি শহরে চলে এসেছি এব্যাপারে আপনাদের সাথে পরে কথা বলা হবে। স্থানীয় ইউপি সদস্য ঠান্ডু ভাই বলেন আমাকে ওরা কিছু জানায়নি তবে জানালে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে
চেয়ারম্যান নবীদুল ইসলাম বলেন আমি জানি সম্যসার কথা, তবে শিকল পড়িয়ে রাখা হয়েছে এটা আমার জানা নেই বিষয় টি আমি খতিয়ে দেখছি।