এই প্রথম সিলেটে চ্যানেল আই এর সিলেট প্রতিনিধি ও মোজো এক্সপার্ট সাদিকুর রহমান সাকির আয়োজনে সিলেট জেলা পরিষদ মিলনায়তনে সিলেটের বিভিন্ন উপজেলার বিভিন্ন বয়সী ১২০ জন নারী-পুরুষ কে মোবাইল সাংবাদিকতার উপর এক দিনের প্রশিক্ষণ কর্মসূচি দেয়া হয়েছে।
এতে মোজা এক্সপার্ট ড. জামিল খান দিনব্যাপী এ প্রশিক্ষণ কর্মশালায় মোবাইল সাংবাদিকতার উপর প্রশিক্ষণ প্রদান করেন।
প্রশিক্ষণ কর্মশালায়
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সুনামগঞ্জ ৫ আসনের সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি আল আজাদ, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিদ্যালয়ের ইন্টারভেনশনাল হেপাটোলজি ডিভিশনের ডিভিশন প্রধান অধ্যাপক ডা. মামুন আল মাহতাব স্বপ্নীল, সিলেট সিটি করপোরেশনের কাউন্সিলর রেজওয়ান আহমেদ, দৈনিক যুগভেরীর ভারপ্রাপ্ত সম্পাদক অপুুর্ব শর্মা, সিলেট ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশন ইমজার সাধারণ সম্পাদক এন টিভির সিলেট ব্যুরো প্রধান মারুফ আহমদ। এছাড়া আরও বক্তব্য রাখেন মোজা বিশেষজ্ঞ ও প্রশিক্ষক ড. জামিল খান, সিলেট উইমেন্স জার্নালিস্ট ক্লাবের সভাপতি সুবর্ণা হামিদ সহ প্রমুখ।