হবিগঞ্জ জেলা প্রতিনিধিঃ
আজ সোমবার (২৮ মার্চ) সকাল ১১:০০ ঘটিকায় সিলেট রেঞ্জের মাননীয় অতিরিক্ত ডিআইজি জনাব বিপ্লব বিজয় তালুকদার মহোদয়ের হবিগঞ্জ সদর মডেল থানা দ্বি-বার্ষিক পরিদর্শন ও পুলিশ অফিস হিসাব শাখা ১ম অর্ধ-বার্ষিক পরিদর্শন উপলক্ষে অত্র জেলায় আগমন করলে মহোদয়কে ফুল দিয়ে বরণ করে নেন জনাব এস এম মুরাদ আলি, পুলিশ সুপার, হবিগঞ্জ।
অতিরিক্ত ডিআইজি মহোদয়ের আগমন উপলক্ষে অফিসার ইনচার্জের নেতৃত্বে “গার্ড অব অনার” প্রদান করে হবিগঞ্জ সদর থানা পুলিশের চৌকস দল। এ সময় তিনি গার্ড পরিদর্শন করেন এবং কর্মরত অফিসার ও ফোর্সের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য দেন । তাছাড়াও অতিরিক্ত ডিআইজি, বাংলাদেশ পুলিশ, সিলেট রেঞ্জ মহোদয় হবিগঞ্জ সদর থানার নতুন নির্মাণাধীন ভবন ও দাপ্তরিক কার্যক্রম পরিদর্শন করেন। পরিদর্শন শেষে অতিরিক্ত ডিআইজি মহোদয় বৃক্ষরোপন অভিযানে অংশ গ্রহণ করেন।
বিকাল ০৩:৩০ ঘটিকায় অতিরিক্ত ডিআইজি মহোদয় পুলিশ অফিস হিসাব শাখা ১ম অর্ধ-বার্ষিক পরিদর্শন করেন। এ সময় অতিরিক্ত ডিআইজি মহোদয় পুলিশ সুপারের কার্যালয়ের হিসাব শাখার বিভিন্ন দাপ্তরিক কার্যক্রম পরিদর্শন করেন।
অতিরিক্ত ডিআইজি মহোদয়ের পরিদর্শনকালে উপস্থিত ছিলেন অত্র জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব এস এম মুরাদ আলি মহোদয়।
এছাড়াও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব শৈলেন চাকমা, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জনাব মাহফুজা আক্তার শিমুল ও অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) জনাব মাহমুদুল হাসান।