এস,এম,মোশাররফ হোসেনঃ চট্টগ্রামের সীতাকুন্ডে ঐতিহ্যবাহী শিব মন্দিরে শিব চতুর্দশী তিথিতে গত বৃহস্পতিবার(১১ মার্চ)থেকে তিনদিনব্যাপী শুরু হয় মেলা।স্বাস্থ্যবিধি মেনে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন সীতাকুণ্ড মেলা কমিটির সাধারণ সম্পাদক পলাশ চৌধুরী।মেলা কমিটি সূত্রে জানা যায়,মূল শিবচতুর্দশী তিথি শুরু হয় গত ১১ই মার্চ বৃহস্পতিবার বেলা ৩টা ১২ মিনিট ৪ সেকেন্ডে এবং শেষ হবে ১২ মার্চ বেলা ৩টা ৪৬ মিনিটে।এরপর অমাবস্যা শুরু হবে।পুণ্যার্থীরা পৌর সদর থেকে চন্দ্রনাথ,বিরূপাক্ষসহ অর্ধশতাধিক মঠমন্দির পরিভ্রমণ করবেন।
মেলা কমিটি জানান,প্রায় ৩০০ বছর পূর্ব থেকে সীতাকুণ্ডে শিব চতুর্দশী মেলার প্রচলন শুরু হয়।এই সনাতন ধর্মাবলম্বীদের কাছে ঐতিহ্যে পরিণত হয়েছে।ফাল্গুনী চতুর্দশী তিথিকে ঘিরে আয়োজিত মেলায় প্রতি বছর দেশ-বিদেশের লাখ লাখ তীর্থযাত্রীর আগমন ঘটে।মেলা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে কাজ করছেন প্রশাসন ও মেলা কমিটির সদস্যরা।
মেলা কমিটির সাধারণ সম্পাদক পলাশ চৌধুরী দৈনিক মাতৃজগত কে বলেন,করোনার কারণে বিশেষ সতর্কতা অবলম্বন করতে হচ্ছে।স্বাস্থ্যবিধির বিষয়টি নিশ্চিত করতে তাঁদের বেগ পেতে হবে। তবে এবার প্রতিটি মঠমন্দিরে,বিশেষ করে স্বয়ম্ভুনাথ মন্দির,বিরূপাক্ষ ও চন্দ্রনাথ মন্দিরে নারী-পুরুষের জন্য আলাদা সারি করা হয়েছে।
সীতাকুণ্ড থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সুমন বণিক বলেন,পুলিশের পক্ষ থেকে মহাসড়ক থেকে চন্দ্রনাথ মন্দির পর্যন্ত যতগুলো ওঠানামার পথ রয়েছে,সব পথ তাঁরা রেকি করেছেন।ঝুঁকিপূর্ণ স্থানগুলোতে পুলিশ মোতায়েন করা হবে।
বিশাল এ মেলা সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করা চ্যালেঞ্জ বলে মনে করেন মেলা কমিটির কার্যকরী সভাপতি ও সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)মিল্টন রায়।তাঁরা বলেন,যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করেছেন তাঁরা।তীর্থযাত্রীরা কোনোরকম বিড়ম্বনা ছাড়াই তীর্থদর্শন সম্পন্ন করে ফিরে যেতে পারবেন।
Leave a Reply